টুকরো খবর
পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেফতার ১৫
এগরা মহকুমার ভগবানপুরের সরবেড়িয়া বাজারে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। তবে পুলিশ দোষীদের না ধরে নিরাপরাধ ব্যক্তিদের ধরছে বলে দাবি করেছেন গ্রামবাসীদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসীর কথায়, “পুলিশ মিথ্যে অভিযোগে ধরে নিয়ে যাচ্ছে।” এর জেরে ওই এলাকার বেশির ভাগ পুরুষ ঘর ছেড়েছেন। এলাকাও থমথমে। তবে বৃহস্পতিবার নতুন করে কোনও গণ্ডগোল হয়নি। বুধবার সকালে ননীগোপাল বেড়া নামে এক বছর বাইশের যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই এলাকা। গ্রামবাসীরা ননীগোপালকে খুন করা হয়েছে দাবি করলেও পুলিশ ঘটনাটিকে সাধারণ মৃত্যু হিসাবে গণ্য করলে ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। পরে তা গড়ায় পুলিশ-জনতা সংঘর্ষে। বুধবার সন্ধ্যায় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করে ও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মহকুমা পুলিশ আধিকারিক রবীন্দ্রনাথ চক্রবর্তী অবশ্য বলেন, “নিরাপরাধ ব্যক্তিদেরই ধরা হয়েছে।” ধৃতদের এ দিন কাঁথি আদালতে হাজির করানো হলে একুশ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।

জনসংযোগে পুলিশের কম্বল বিলি নয়াগ্রামে
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম থানা সংলগ্ন মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এক জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। নয়াগ্রাম থানা এলাকার ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচশো জন দুঃস্থ বাসিন্দাকে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে ৫০ জন লোধা-শবর সম্প্রদায়ের। এলাকার ছেলেমেয়েদের নিয়ে পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ম্যারাথন দৌড়ে পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দ, ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসপি ভারতী ঘোষ, ঝাড়গ্রাম পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুমিত কুমার প্রমুখ। আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত বলেন, “পুলিশের নিরন্তর তল্লাশি অভিযান ও নিবিড় জনসংযোগ কর্মসূচির ফলে জঙ্গলমহল দেড় বছর ধরে শান্ত রয়েছে। তবে মাওবাদীরা একেবারে নির্মূল হয়ে গিয়েছে এটা ভাবা ঠিক নয়। পুলিশও তাই সতর্ক রয়েছে।”

কাঁথিতে শারদ সম্মান
পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত ‘শারদ সম্মান- ২০১৩’ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হল বুধবার। এ দিন কাঁথি থানা প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, মহকুমা প্রশাসনের দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট জয়ন্ত মল্লিক, রিজানুর রহমান, কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে সেরা মণ্ডপ বিভাগে কাঁথির নান্দনিক ক্লাব, সেরা প্রতিমা বিভাগে রাজাবাজার মহিলা দুর্গোৎসব কমিটি ও সবার সেরা বিভাগে কাঁথি ইউথ গিল্ডকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ওই তিনটি বিভাগের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শহরের ৩৬টি পুজো উদ্যোক্তাদের স্মারকও প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি থানার আইসি সোমনাথ দত্ত।

সবংয়ে ফুটবল
ফুটবলের আসর বসেছে সবংয়ে। আয়োজক কালীদহচরা তফসিলি সমাজ সেবা সঙ্ঘ। স্থানীয় বিষ্ণুপুর বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয়েছে বৃহস্পতিবার। চলবে এক সপ্তাহ ধরে। পূর্ব মেদিনীপুর, নদিয়া, কলকাতারমোট ৮টি দল প্রযোগিতায় যোগ দিয়েছে। টুর্নামেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দলকে যথাক্রমে রাধানাধ স্মৃতিকাপ ও সুধীরচন্দ্র স্মৃতিকাপ প্রদান করা হবে। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক অরিজি দাস, খেলার সঞ্চালক অরিজিৎ দাস অধিকারী প্রমুখ এ দিন সেবা সঙ্ঘের সম্পাদক কোহিনুর মণ্ডল বলেন, ৪০ বছর ধরে খেলা হয়ে আসছে স্থানীয়দের সহযোগিতাতেই আমরা এগিয়ে চলেছি।

ট্রাকের ধাক্কায় বালকের মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের নতুন ব্রিজের কাছে। মৃতের নাম সৌরভ দোলই (১২)। তার বাড়ি ঘাটাল থানার রথিপুরে। পুলিশ সূত্রের খবর, সৌরভ হেঁটে ব্রিজের এক পাশ দিয়ে যাচ্ছিল। তখন ঘাটালগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক।

প্রয়াত সুবোধ দাস
প্রয়াত হলেন সুতাহাটার সমবায় আন্দোলনের পথিকৃৎ সুবোধকুমার দাস। বৃহস্পতিবার সকালে উত্তর বানিচক গ্রামে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.