|
|
|
|
এ বার জগদ্ধাত্রী, সাজছে শহর |
নিজস্ব সংবাদাদতা • মেদিনীপুর |
দুর্গাপুজো, কালীপুজোর পর চমক দিতে প্রস্তুত শহরের জগদ্ধাত্রীপুজোর উদ্যোক্তারাও। দর্শনার্থীদের নজর কাড়তে সকলেই চায় নতুন কিছু করতে। কোথাও তাই থিমের মণ্ডপে থাকছে নজরকাড়া সাজ। আবার কোথাও পুজো মণ্ডপের ভরিয়ে দেওয়া হবে চারপাশ আলোর রোশনাইয়ে। আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে পুজোর উদ্বোধনপর্ব।
সদর শহরে এখন সর্বজনীন জগদ্ধাত্রীপুজোর বেড়েছে। দুর্গাপুজোর পর জগদ্ধাত্রীপুজো ঘিরেও বিভিন্ন পাড়ার মানুষ একাত্ম হন। সর্বজনীন পুজো উপলক্ষে পাড়ায় পাড়ায় নানা অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়। তাতে সামিল হন ছোট -বড় সকলেই। মেদিনীপুর কলেজ মোড়ের অগ্নিকন্যা ক্লাবের পুজোর এ বার তৃতীয় বর্ষ। হাতে সময় কম, তাই বৃহস্পতিবার দিনভর পুজোর শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ক্লাবের সকলে। আজ, শুক্রবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ, বিধায়ক মৃগেন মাইতি প্রমুখকে। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ চক্রবর্তীর কথায়, “এ পুজো পুরো শহরবাসীর। সকলের সহযোগিতা ছাড়া পুজোর আয়োজন সম্ভব হত না।” কলেজ মোড়ের চারপাশেও থাকছে নানা রঙের আলো।
|
|
শহরের খয়েরুল্লাচকে চলছে শেষ মুহুর্তের কাজ। ছবি : রামপ্রসাদ সাউ। |
শহরের অলিগঞ্জ সর্বজনীন জগদ্ধাত্রী পুজো ঘিরে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন। সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই থাকছে নানা রঙের অনুষ্ঠান। পুজোর অন্যতম উদ্যোক্তা দীপক সাউ বলছিলেন, “পুজো আমাদের সকলের। এলাকার সকলে সহযোগিতা করেন। পুজোর ক’দিন খুব আনন্দ হয়।” আরেক উদ্যোক্তা সন্টু সাহার কথায়, “পুজোয় পাড়ার সকলে এক জায়গায় মিলিত হন। আনন্দ করেন। এটাই ভাল লাগে।” কর্নেলগোলার নবীন -প্রবীণ সম্প্রদায়ের পুজোর এ বার একাদশ তম বর্ষ। রবিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন। থাকছে শীতবস্ত্র বিতরণ, আতসবাজী প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুজোর অন্যতম উদ্যোক্তা শঙ্কর মাঝির কথায়, “পুজোর কয়েক দিন খুব আনন্দ হয়। আমাদের সীমিত ক্ষমতা থেকেই গরিব মানুষকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি।” শহরের পুরনো সর্বজনীন পুজোর মধ্যে বিবিগঞ্জ অন্যতম। পুজোর এ বার ২১তম বর্ষ। কয়েক বছর আগেও জগদ্ধাত্রী পুজোর দিনে দর্শনার্থীদের ঢল নামত শহরের এই এলাকায়। মেদিনীপুরে পুজোর সংখ্যা বেড়েছে। তবে, বিবিগঞ্জের জৌলুস এতটুকু কমেনি।
জেলা পরিষদ রোডের আবির্ভাব ক্লাবের পুজো ঘিরেও সাজো সাজো রব। বৃহস্পতিবার দিনভর মণ্ডপ সজ্জার কাজ চলেছে। আজ, শুক্রবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে। রাঙামাটি উড়ালপুলের কাছে অগ্রগামী সেবা সংস্থার পুজোর এ বার চতুর্থ বর্ষ। আজ, উদ্বোধন। থাকছে আতসবাজী প্রদর্শনী। শহরের মিরবাজার, সিপাইবাজার, বক্সীবাজার, পাহাড়ীপুরেও জগদ্ধাত্রী পুজো ঘিরে এখন সাজো সাজো রব। ঝলমলে আলোয় শহরের আরও একবার সেজে ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা। |
|
|
|
|
|