টুকরো খবর |
পুরভোটের ইস্তেহার প্রকাশ ফ্রন্টের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শহরে বামেদের মিছিল। —নিজস্ব চিত্র। |
গত পাঁচ বছরে কংগ্রেস -তৃণমূল পরিচালিত পুরবোর্ড শহরকে কী দিয়েছে? এই প্রশ্ন রেখেই ১২ পাতার ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট ও ফ্রন্টের জোটসঙ্গী বিকাশ পরিষদ। বৃহস্পতিবার সিপিএমের শহর জোনাল কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন সিপিএমের জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী, বিকাশ পরিষদের আহ্বায়ক তথা প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদ প্রমুখ। পুরবোর্ডকে দুষে কীর্তিবাবু বলেন, “পাঁচ বছরে কতগুলো প্রতিশ্রুতি রেখেছে তৃণমূল? নিকাশি ব্যবস্থার উন্নতি হয়েছে? বস্তিবাসীদের জমির লিজ দেওয়া হয়েছে? এখন স্বচ্ছ পুরবোর্ডের আবেদন জানিয়ে তৃণমূল ব্যানার লাগাচ্ছে। আসলে গত পাঁচ বছরে শুধু দুর্নীতি হয়েছে।” ইস্তেহারে নতুন স্লোগান আনা হয়েছে। বাম শিবিরের আবেদন, ‘কংগ্রেস -তৃণমূলের পুরবোর্ড আর নয়। পুরবোর্ডে পরিবর্তন আনুন। উন্নয়নমুখী শহর গড়ুন।’
|
পুরভোটের প্রচারে ঘুড়ি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
কংগ্রেসের প্রচারে ঘুড়ি। —নিজস্ব চিত্র। |
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তো আছেই। এ বার মেদিনীপুরে ঘুড়িও হয়ে উঠল প্রচারের মাধ্যম। বৃহস্পতিবার থেকে হাত চিহ্ন দেওয়া ঘুড়ি বিলি শুরু করল ছাত্র পরিষদ। শীতে মেদিনীপুরে ঘুড়ি ওড়ানো হয়। ঘুড়ি ওড়ানোর চল রয়েছে পৌষ সংক্রান্তির পরের দিন। ওই দিন বড়াম পুজো। একটা সময় ছিল, যখন পুজোর পরপর ঘুড়ি ওড়ানো শুরু হত। দুপুর হলে লাটাই -সুতো নিয়ে বাড়ির ছাদে উঠে পড়ত ছেলে -যুবকেরা। এখন অবশ্য এত আগে থেকে শহরের আকাশ ঘুড়িতে ছেয়ে যায় না। তবে, হাওয়া থাকলে এদিকে -ওদিকে ঘুড়ির দেখা মেলে। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “সামনে পুরভোট। তাই আমরা এমন ঘুড়ি বিলি করছি। এর ফলে, সহজে মানুষের কাছে দলের বার্তা পৌঁছবে।”
|
নির্বাচনী বিধি ভাঙার নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতির বিরুদ্ধে নির্বাচন আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ করেছে সিপিএম। নির্বাচন কমিশনকেও বিষয়টি লিখিত ভাবে জানানো হচ্ছে। সোমবার মেদিনীপুরে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সমিতির চেয়ারম্যান বিধায়ক। বৈঠকে হাসপাতালের দু’টি ইউনিটে শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়। মৃগেনবাবুও জানান, খুব শীঘ্রই শয্যা সংখ্যা বাড়বে। শুক্রবার সিপিএমের শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী বলেন, “যে ঘোষণা উনি করেছেন, তা আইন বিরুদ্ধ। এ নিয়ে অভিযোগও জানিয়েছি।” মৃগেনবাবুর দাবি, “কোনও ঘোষণা করিনি। বৈঠকের সিদ্ধান্তটুকু জানিয়েছি।”
|
তৃণমূলের বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক করল তৃণমূল। বৃহস্পতিবার মেদিনীপুর ফেডারেশন হলে এই বৈঠকে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। দলীয় সূত্রের খবর, পুরভোটে দলের রণকৌশল নিয়ে সভায় আলোচনা হয়। ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চলছে। কী ভাবে প্রচার এগোবে, এ দিন তারও দিক-নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে দলের মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, দলের শহর সভাপতি সুকুমার পড়্যা প্রমুখ।
|
সুকুমার স্মরণে সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জন্মশতবর্ষে সুকুমার সেনগুপ্তের স্মরণসভা হল মেদিনীপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যাসাগর হলে সভায়। ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা। এ দিন সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতার সংকলনও প্রকাশ হয়।
|
স্মরণে মান্না
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রয়াত সংগীতশিল্পী মান্না দে -র স্মরণে অনুষ্ঠান করল ‘চেতনা’। বৃহস্পতিবার শ্যামচক স্টেশনের কাছে ওই অনুষ্ঠানে মান্না দে -র ছবিতে মাল্যদান করা হয়। পরিবেশিত হয় শিল্পীর গান। |
|