অরণ্যশহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে অন্যতম প্রধান ভোটপ্রার্থীদের এক ঝলক
ওয়ার্ড নম্বর ৯
ওয়ার্ড নম্বর ১০
নতুনডিহি-মহুলতলা রাস্তা বেহাল। জমে জঞ্জালের স্তূপ
পশু হাসপাতালের কাছে রাস্তার জীণর্দশা।
পানীয় জল
কেশবডিহি, বেনাগেড়া, নতুনপল্লি এলাকায় পানীয় জলের সঙ্কট। পুরসভার টাইম কলের জলও পর্যাপ্ত নয়।
নিকাশি
উপযুক্ত নিকাশি না থাকায় বৃষ্টি হলেই কেশবডিহি ও বেনাগেড়ায় জল জমে যায়।
রাস্তাঘাট
নতুনডিহির পিচ রাস্তার বহুদিন সংস্কার হয় নি। নতুনপল্লির মোরাম রাস্তাটির মতো অন্য রাস্তাগুলিও বেহাল।
জঞ্জাল সাফাই
জঞ্জাল পরিষ্কার হয় না। লোকাল বোর্ড মোড়ে জঞ্জালের স্তূপ জমে থাকে।
পুরপপ্রধানের ওয়ার্ড হওয়ায় কিছু এলাকায় জঞ্জাল সাফাই হয়। বাকি এলাকায় যত্রতত্র জঞ্জাল ছড়িয়ে থাকে।
পথবাতি
বিবেকানন্দপল্লি ও খাটালপাড়ায় পথবাতি নেই। অন্যান্য রাস্তায় কমবেশি পথবাতি রয়েছে।
যুযুধান
যুযুধান
কবিতা ঘোষ, তৃণমূল
শ্যামলী মাইতি, কংগ্রেস
শঙ্করী আচার্য, সিপিএম
অবসরপ্রাপ্ত শিক্ষিকা। নেশা সমাজসেবা। এই নিয়ে পুরভোটের লড়াইয়ে দ্বিতীয়বার
পুরভোটের ময়দানে নতুন মুখ। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষিকা।
পুরভোটে এবারই প্রথম লড়াই। সিপিএমের মহিলা সমিতির নেত্রী হিসেবে পরিচিত।
ঘনশ্যাম সিংহ, তৃণমূল
প্রদীপ সরকার, সিপিএম
অনিন্দ্য চট্টোপাধ্যায়, নির্দল
নতুন মুখ। পেশায় ব্যবসায়ী। আগে কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
টানা পনেরো বছর ধরে পুরপ্রধান। সিপিএমের শহর জোনাল সম্পাদক। লড়াইয়ে চতুর্থবার।
লাল্টু নামে পরিচিত জনপ্রিয় তৃণমূল কর্মী। দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী।
মেদিনীপুর
জেলার সদর শহরে পুর-পরিষেবার হাল ঠিক কী? পানীয় জল নিয়মিত মেলে? রাস্তার দশাই বা কেমন?
পুরভোটের আগে তারই ওয়ার্ড ভিত্তিক খতিয়ান। সঙ্গে অন্যতম প্রধান ভোটপ্রার্থীদের এক ঝলক।
ওয়ার্ড নম্বর ৯
ওয়ার্ড নম্বর ১০
বিবেকানন্দপল্লিতে বেহাল রাস্তা
জোড়াপুকুর এলাকায় রাস্তায় জমে আবর্জনা
পানীয় জল
ধর্মা, রাজাবাজার এলাকায় জলের সমস্যা রয়েছে। গ্রীষ্মে সমস্যা বাড়ে। কিছু এলাকায় আরও ট্যাপকল দরকার।
নিকাশি
খাসবস্তি-সহ বস্তি এলাকায় সমস্যা বেশি। কর্ণেলগোলা, আনন্দনগর-সহ কিছু এলাকায় নিকাশি নালা নিয়মিত সাফাই হয় না।
রাস্তাঘাট
লালদিঘির পাড়, বাবুর্চিপাড়ার মতো এলাকায় বেহাল রাস্তা। বিবেকানন্দনগর-সহ কয়েকটি এলাকায় রাস্তা এখনও কাঁচা।
জঞ্জাল সাফাই
সারদানগর-সহ কিছু এলাকায় নিয়মিত জঞ্জাল সাফাই হয় না। ভ্যাটে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায়।
পথবাতি
গলিপথে পর্যাপ্ত পথবাতি নেই। ধর্মা মোড়ে বড় বাতিস্তম্ভ নেই। অন্ধকারে ধর্মা-কর্ণেলগোলা রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ।
পানীয় জল
পানীয় জল সরবরাহ অনিয়মিত। অনেক ট্যাপকলের মুখ না থাকায় জলের অপচয় হয়।
নিকাশি
নবীনাবাগ, দুলেপাড়ায় নিকাশি সমস্যা রয়েছে। অতিবৃষ্টি হলে নালার জল রাস্তায় উঠে আসে।
রাস্তাঘাট
মানিকপুর, জোড়াপুকুরপাড়-সহ কিছু এলাকায় রাস্তা নিয়মিত সংস্কার হয় না। অন্যত্রও কিছু রাস্তার অবস্থা বেহাল।
জঞ্জাল সাফাই
মানিকপুর, সুদামপাড়া-সহ কিছু এলাকায় ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না। আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়।
পথবাতি
বড়বাজার, মল্লিকচকের মতো এলাকায় পথবাতি থাকলেও গলিপথে পর্যাপ্ত পথবাতি নেই।
যুযুধান
যুযুধান
অনিল দলবেরা, তৃণমূল
তরুণ দোলই, কংগ্রেস
সাগর ধাড়া, সিপিআই
পুরভোটের আঙিনায় নতুন মুখ। দলের সক্রিয় কর্মীয হিসেবে পরিচিত।
পেশায় রোলার চালক। যুব কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। পুরভোটের লড়াইয়ে নতুন।
অবসরপ্রাপ্ত পুরকর্মী। দলের সমর্থক হিসেবে পরিচিত। পুরভোটে লড়াইয়ে প্রথমবার।
কমল নাগ, তৃণমূল
আশিষ সেন, কংগ্রেস
অসিত মহাপাত্র, বাম সমর্থিত নির্দল
পুরভোটের আঙিনায় নতুন মুখ। দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
দলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। পুরভোটের লড়াইয়ে নতুন মুখ।
এলাকার প্রাক্তন কাউন্সিলর। রাজনারায়ণ পাঠাগারের সম্পাদক।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.