নাবালিকা মেয়েকে স্কুলের কাছাকাছি পৌঁছে বাড়ি চলে যান মা। খেয়াল করেননি, মেয়ে স্কুলে ঢুকেছে কি না। ছুটির পরে বাড়ি ফিরছে না দেখে খোঁজ খোঁজ। থানায় ডায়েরি। ১২ ঘণ্টা পরে নিউ টাউন থেকে সেই ছাত্রীকে উদ্ধার করল পুলিশ।
যদিও মেয়েটি কী ভাবে নিউ টাউনে গেল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাতটার কিছু পরে মেয়েকে সল্টলেকের সিএ ব্লকের একটি স্কুলের কাছাকাছি পৌঁছে মা রূপালি মণ্ডল বাড়ি ফেরত যান। স্কুল ছুটির পরেও মেয়ে বাড়ি না ফেরায় তিনি স্কুলে গিয়ে খোঁজ নেন। স্কুল কর্তৃপক্ষ জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী এ দিন স্কুলে অনুপস্থিত ছিল। ওই ছাত্রীর বাড়ি সল্টলেকের সিজি ব্লকে।
সকাল সাতটার কিছু পরে স্কুলের গেট বন্ধ হয়ে যায়। দেরি করে গেলে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশের অনুমতি থাকে না। তাদের অনুপস্থিত বলে গণ্য করা হয়। স্কুলের অধ্যক্ষা নন্দিনী সেন জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী এ দিন স্কুলে অনুপস্থিত ছিল। মেয়েটিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে তিনি জানতে পারেন। পরে সন্ধ্যায় মেয়েটির পরিবারের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ দিকে, ছাত্রীটির মা রূপালিদেবী জানান, অনেক সময়েই মেয়ে একা একা বাড়ি ফেরে। তবে মেয়ে স্কুলে ঢুকেছে কি না, তা খেয়াল না রাখাটা তাঁর ঠিক হয়নি।
তদন্তে নেমে বিধাননগর কমিশনারেটের ন’টি থানাকেই খবর দেওয়া হয়। প্রতিটি থানা এলাকাতেই নজর রাখা হয়েছিল। সন্ধ্যা সাতটা নাগাদ নিউ টাউন এলাকায় নাবালিকা ওই ছাত্রীকে স্কুলের পোশাক পরে দেখতে পান কর্তব্যরত পুলিশকর্মীরা। তাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। |