পাঁচিলের উপরে শব্দবাজি রেখে আগুন লাগাতেই প্রচণ্ড বিস্ফোরণ। স্থানীয়েরা দেখলেন, ডান হাত চেপে পুজোমণ্ডপের দিকে ছুটে যেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল এক কিশোর। তার ডান হাতের তিনটি আঙুল উড়ে গিয়েছে। মাংস খুবলে গিয়ে হাড় বেরিয়ে এসেছে তালু থেকে। সোমবার রাতে ঘটনাটি ঘটে হরিদেবপুরের বিবেকানন্দ পার্কে। পুলিশ জানায়, এই ঘটনায় বিকি মেটে ওরফে তোতন নামে ওই কিশোর-সহ সাত জন আহত হয়েছেন। তবে বিকির আঘাত সব থেকে বেশি। তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণে এলাকার কয়েকটি বাড়ির কাচও ভেঙে পড়েছে। বুধবার বিকির পরিবার থানায় অভিযোগ করে, পুজো নিয়ে গোলমালের জেরে সাগর মণ্ডল ওরফে সন্টাই নামে এক যুবক এই কাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত অবশ্য কেউ গ্রেফতার হয়নি।
কী হয়েছিল সোমবার রাতে? হাসপাতালে শুয়ে বিকি জানায়, পাড়ার কালীপুজোর বিসর্জন চলছিল। রাত সাড়ে বারোটা নাগাদ সাগর এসে সেখানে যোগ দেয়।
বিকির অভিযোগ, পাড়ার একটি দোকান থেকে সাগর তাকে পানীয় কিনে খাওয়ায়। এর পরেই কিছুটা ঝিমুনি চলে আসে তার। তখন সাগর তাকে কৌটোর মতো দেখতে একটি বড় বাজি দেয়। বিকি পাড়ার একটি পাঁচিলে সেটি রেখে আগুন লাগাতেই বিকট শব্দে ফেটে যায় সেটি। তাতেই ওই ভাবে জখম হয় সে।
বিকির মা মৌসুমী মেটে বলেন, “বিকি শব্দবাজি ফাটাচ্ছিল। আমিও ওখানেই ছিলাম। আচমকা প্রচণ্ড শব্দ শুনলাম। কিছু বুঝে ওঠার আগেই হাতে অসহ্য জ্বালা শুরু হল। ঝরঝর করে রক্তও পড়ছিল। তার পরেই বিকির চিৎকার কানে আসে। দেখি, ছেলে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে। ডান হাতের তিনটে আঙুল নেই।” বিকির পরিবারের অভিযোগ, এলাকায় বিকিদের পুজোর সঙ্গে সাগরদের পুজোর গোলমাল রয়েছে। গত বছরও দু’পক্ষের ঝামেলা হয়ে। সেই রাগ থেকেই সাগর এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। পুলিশ তাকে খুঁজছে। |