ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে জট ছাড়াতে রাজ্য সরকারের তৈরি ‘হাই-পাওয়ার্ড কমিটি’র প্রথম বৈঠক ১৫ নভেম্বর ডাকা হয়েছে। সকাল ১০টা থেকে নবান্নে এই বৈঠক হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এই কমিটির প্রধান। কমিটিতে রয়েছেন কলকাতা মেট্রো রেল নিগমের ম্যানেজিং ডিরেক্টর, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, পরিবহণ সচিব, ভূমি রাজস্ব সচিব, নগরোন্নয়ন দফতরের সচিব, কেএমডিএ-র সিইও এবং কলকাতার পুলিশ কমিশনার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ে এই প্রকল্পের সূচনা করেছিলেন। পাঁচ নম্বর সেক্টর থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ ২০০৯ সালে চালু হয়। প্রথম পর্যায়ে সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনের কাজ শুরু হয়েছিল। দত্তাবাদের কাছে বহু বাড়িঘর থাকায় জট বাধে। রাজ্য সরকারের হস্তক্ষেপে দত্তাবাদে সমীক্ষার কাজ শেষ হলেও পুনর্বাসন প্যাকেজ কী হবে এবং জমি হস্তান্তর কবে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এ ছাড়াও সল্টলেকের সেন্ট্রাল পার্কে রাজ্য সরকারের গুদাম রয়েছে। সেগুলি সরাতে হবে। দ্বিতীয় পর্যায়ে শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত কোন এলাকা দিয়ে মেট্রো যাবে, তারও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই বৈঠকে। মেট্রোর এক কর্তা জানান, প্রথমে ঠিক হয়েছিল বৌবাজার হয়ে মহাকরণের পিছন দিয়ে গঙ্গার নীচ হয়ে হাওড়া ময়দান যাবে মেট্রোর লাইন। |
তখন বৌবাজারে জমি অধিগ্রহণের বিরোধিতা করে কিছু ব্যবসায়ী মামলা করেন। সেই মামলায় ব্যবসায়ীরা হেরে যান। রাজ্য সরকার একটি বিকল্প প্রস্তাব দেয়। বলা হয়, শিয়ালদহ থেকে সুবোধ মল্লিক স্কোয়ার, এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা এবং বি বা দী বাগ হয়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া স্টেশনের পাশ দিয়ে হাওড়া ময়দানে যেতে পারে লাইন। ১৫ তারিখ নবান্নে উচ্চপর্যায়ের ওই বৈঠকে এমনই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। রাজ্য সরকারের সাহায্য ছাড়া কোনও মতেই তাড়াতাড়ি এই কাজ করা সম্ভব নয়। তাই এই বৈঠক মেট্রো কর্তৃপক্ষের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
এই প্রকল্প প্রসঙ্গে কলকাতা মেট্রো রেল নিগমের এক কর্তা বলেন, “দিন দিন কলকাতা শহরে গাড়ির সংখ্যা বাড়ছে। সেই অনুপাতে রাস্তার আয়তন বাড়ছে না। গাড়ি আস্তে চলায় দূষণও হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হলে শহরবাসীর যাতায়াতে যেমন সুবিধা হবে, তেমন দূষণও কমবে।” সল্টলেকে বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থা নতুন অফিস খুলেছে। তৈরি হচ্ছে নতুন টাউনশিপ। বহু লোক সল্টলেক এবং সেক্টর ফাইভে কাজের সুবাদে বাইরে থেকে আসেন। ইস্ট ওয়েস্ট মেট্রো হলে হাওড়া এবং শিয়ালদহ থেকে তাড়াতাড়ি যাতায়াত করতে পারবেন তাঁরা। মুখ্যসচিবের সঙ্গে এই বৈঠকে সমস্যার সমাধান হবে বলেই আশা মেট্রো-কর্তাদের। |