দিনেদুপুরে ভি আই পি রোডের সার্ভিস রোডের উপর ছিনতাইয়ের ঘটনা ঘটল। বুধবার, বাগুইআটি থানার জোড়ামন্দিরের কাছে। ভি আই পি রোডের মতো জনবহুল রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে জোড়ামন্দির এলাকারই বছর বাইশের এক মহিলা এয়ারপোর্ট এক নম্বর গেটে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। অটো না পাওয়ায় তিনি ভি আই পি রোডের সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি ডাকতে যান। তখনই মোটরবাইকে করে দুই যুবক এসে তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এক জন তাঁর গলার সোনার হারটিও ছিনিয়ে নেয়। এর পরে মোটরবাইক চালিয়ে চম্পট দেয় তারা। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর ব্যাগে কয়েকশো টাকা, দু’টি দামি মোবাইল ও এটিএম কার্ড ছিল। তিনি চিৎকার করে উঠলেও রাস্তায় লোকজন কম থাকায় সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে কেউ এগিয়ে আসেননি। পরে যখন রাস্তার অন্যান্য লোকজন এগিয়ে আসেন, ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা পালিয়েছে। ওই মহিলা জানিয়েছেন, দুই দুষ্কৃতীই হেলমেট পরে ছিল। পুলিশ জানিয়েছে, শহরের মোটরবাইক ছিনতাইবাজদের কোনও চক্র এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
|
পাঁউরুটি তৈরির একটি পরিত্যক্ত কারখানা পরিষ্কারের সময়ে মাটির নীচে থাকা একটি কাচের বোতলে বিস্ফোরণে আহত হলেন এক শ্রমিক। বৃহস্পতিবার বিকেলে, একবালপুর থানার এমএম আলি রোডে। আহতের নাম মহম্মদ আসগার। তিনি এসএসকেএম-এ ভর্তি। পুলিশ জানিয়েছে, কারখানাটি বেশ কয়েক বছর ধরে বন্ধ। এ দিন সকাল থেকে শ্রমিকেরা ওই কারখানা পরিষ্কারের কাজ শুরু করেন। ওই বেকারির চুল্লির পাশে মাটি কাটার সময়ে একটি কাচের বোতলে শাবলের আঘাত লাগলে আচমকাই সেখানে বিস্ফোরণ হয়। পুলিশর অনুমান, মাটির নীচে চাপা পড়ে থাকা ওই বোতলের ভিতরে কোনও ভাবে চাপ তৈরি হয়েছিল এবং পরে তাতে ধাতব বস্তু দিয়ে আঘাত লাগলে ওই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে যায় কলকাতা গোয়েন্দা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড। তবে পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তদন্তকারীরা জানান, আহতের দেহ থেকে কাচের টুকরো উদ্ধার হয়েছে।
|
ভাড়া বৃদ্ধির দাবি নয়। নিরাপত্তার দাবি তুলে অনির্দিষ্ট কালের জন্য নিমতা-হাওড়া রুটের মিনিবাস বন্ধ করে দিলেন মালিকেরা। তাঁদের অভিযোগ, নিমতা বাসস্ট্যান্ড দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে। সেটা এখন মদ-জুয়ার ঠেক। ফলে বাসকর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের বিবাদ লেগেই থাকে। বুধবার রাতে ওই ঠেক নিয়ে বিবাদ চরমে ওঠে। জনা সাতেক দুষ্কৃতী বাসকর্মীদের উপরে চড়াও হয় এবং ছ’টি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাস-মালিক ও কর্মীরা নিমতা থানায় অভিযোগ দায়ের করলে সাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ওই রুটে ২৩টি মিনিবাস চলে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই সংখ্যাটা কমতে থাকে। সন্ধ্যায় বন্ধ হয়ে যায় মিনিবাস চলাচল। মালিকদের দাবি, প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা না-করা পর্যন্ত ওই রুটে মিনিবাস চালানো হবে না। ব্যারাকপুরের মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “এই বিষয়ে খোঁজ নিচ্ছি।”
|
বেহালায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম উদয় সর্দার। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে বেহালার সেনহাটি কলোনিতে। টিউটরের কাছে পড়ে ছাত্রীটি বাড়ি ফিরছিলেন। তখনই রিকশা নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় উদয় তাঁর উপরে এসে পড়ে বলে অভিযোগ। ছাত্রীটি চিৎকার করতেই লোকজন ছুটে আসেন এবং ওই যুবককে ধরে ফেলেন। উদয় জানায়, রিকশা থেকে পা ফস্কে যাওয়ায় সে ছাত্রীটির উপরে গিয়ে পড়ে। শ্লীলতাহানির অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
|
নারকেলডাঙায় যুবক খুনের ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জনা পঞ্চাশ স্থানীয় বাসিন্দা। রবিবার রাতে খুন হন সাদাব মণ্ডল নামে ওই যুবক। বৃহস্পতিবার পুলিশি নিষ্ক্রয়তার অভিযোগ তুলে বাসিন্দারা জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত এক জন গ্রেফতার হয়েছে। বাকিরা এখনও পলাতক। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ সেলিমকে ঘটনার পরের দিনই গ্রেফতার করা হয়েছে। আর কারও নামে অভিযোগ না থাকায় গ্রেফতারের প্রশ্নই ওঠে না।
|
তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি অনুযায়ী তাঁর দল মাঠে নামার আগেই আধার-প্রশ্নে বিক্ষোভ দেখাল বাম শরিক সিপিআই! দলের কলকাতা জেলা কমিটির আয়োজনে সব নাগরিকের হাতে যথাযথ ভাবে আধার কার্ড পৌঁছনোর আগেই গ্যাসে ভর্তুকি তুলে দেওয়ার চেষ্টা কেন, তার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকুরিয়ায় আইওসি-র দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করল তারা। জেলা সম্পাদক প্রবীর দেব-সহ কলকাতার নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। বামফ্রন্টের তরফে সিপিআই-ই এই প্রশ্নে প্রথম পথে নামল।
|
দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুঘাটের কাছে একটি রেস্তোঁরা থেকে। পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ সালাউদ্দিন ও মহম্মদ শাকিল। তারা একবালপুরের বাসিন্দা। এ দিন গোপন সূত্রে খবর পেয়েই সালাউদ্দিন ও শাকিলকে ধরে কলকাতা পুলিশের বন্দর বিভাগের গোয়েন্দারা। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার চরস উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, তারাতলায়। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা নাগাদ হাইড রোড এলাকার বাসিন্দা রাজদেব মুনিয়া (৪২) সাইকেলে বাড়ি ফিরছিলেন। তারাতলা মোড়ে ১২সি রুটের বাস তাঁকে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজদেবকে মৃত ঘোষণা করা হয়। বাস-সহ চালক আটক হয়েছে। |