শহরের জট ছাড়াতে নজর এ বার
মালবাহী ট্রাক ও অবৈধ পার্কিংয়ে
তিনকোনিয়া বাসস্ট্যান্ড বন্ধের পরে বর্ধমান শহরকে যানজট মুক্ত করতে আরও এক ধাপ এগোল প্রশাসন। শহর জুড়ে এ বার মালবাহী ট্রাক ও অবৈধ পার্কিং রুখতে উদ্যোগী হয়েছে তারা।
বৃহস্পতিবার দিনভর বর্ধমানের কার্জন গেট চত্বরে অবস্থিত মূল ট্রাফিক সিগন্যাল পোষ্ট থেকে যান নিয়ন্ত্রণ সংক্রান্ত বেশ কয়েকটি জরুরি ঘোষণা করা হয়। তাতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাত ৮টা পযর্ন্ত শহরে কোনও মালবাহী ট্রাক ঢুকতে পারবে না। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের জিটিরোডের দু’পাশে কোনও মালবাহী ট্রাক পার্কিংও করতে পারবে না। এছাড়া শহরের স্টেশন সংলগ্ন গুডস্ শেড রোড থেকে যে মালবাহী ট্রাকগুলি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তীব্র যানজট সৃষ্টি করে, সেগুলি চলাচলেরও সময় নির্দিষ্ট করা হয়েছে রাত ৮টা থেকে সকাল ৮টা ও দুপুর বারোটা থেকে চারটে। এই সিদ্ধান্তে খুশি শহরবাসীও। তবে সিদ্ধান্ত শুধু ঘোষণা হয়েই থেকে যাবে, নাকি পুলিশ ও প্রশাসন এই সিদ্ধান্ত কার্যকর করতে ঝাঁপিয়ে পড়বে, তা নিয়ে আশঙ্কা যে একেবারে নেই তা নয়।
তবে এই ঘোষণায় কোন বাস কোথা থেকে ছাড়বে, নবাবহাট নাকি আলিশা, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, তিনকোনিয়া বাসস্ট্যান্ড বন্ধ। এমনকী এই স্ট্যান্ডে এসবিএসটিসি-র বাসগুলিও দাঁড়াবে না। তবে ওই বাসস্ট্যান্ডে অবস্থিত এসবিএসটিসি-র কাউন্টারটি আগামী তিন মাস চালু থাকবে। কিন্তু এসবিএসটিসি-র বাসগুলি তাহলে কোথা থেকে ছাড়বে, তা স্পষ্ট জানানো হয়নি।

প্রাচীর গেঁথে বন্ধ হল তিনকোনিয়া বাসস্ট্যান্ডের প্রবেশপথ।—নিজস্ব চিত্র।
একই ভাবে কালনা, কাটোয়া, দুর্গাপুর ,আসানসোল, মেমারি, জামালপুর ইত্যাদি জায়গায় যাওয়ার বাস কোন বাসস্ট্যান্ড থেকে মিলবে তাও ঘোষণায় জানানো হয়নি। ফলে তিনকোনিয়া বাসস্ট্যান্ড বন্ধ হয়ে যাওয়ার পরের দিনই অনেকে একবার আলিশা, একবার নবাবহাটে দৌড়েছেন। তবে শহরের জিটি রোডের উপর যে ন’টি জায়গায় বাস দাঁড়াবে তার নাম ঘোষণায় জানানো হয়েছে। সেগুলি হল, নবাবহাট, গোলাপবাগ মোড়, রাজকলেজ মোড়, মেহেদীবাগান, বাদামতলা, কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সামনে, বীরহাটা, পুলিশ লাইন ও আলিশা।
বৃহস্পতিবার এসবিএসটিসি-র বাসকর্মীরা জানান, নবাবহাট থেকে তাঁদের কলকাতার বাস ছাড়তে বলা হয়েছে। তাঁরা সময়ের মিনিট ১৫ আগে নবাবহাট স্ট্যান্ডের বাইরে এসে দাঁড়াচ্ছেন। সেখান থেকেই গন্তব্যে রওনা হয়ে যাচ্ছেন। এ দিকে শহরের ভেতর দিয়ে এসবিএসটিসি-র বাস চলাচলও বন্ধ হয়ে যেতে পারে জেনে অনেকেই ক্ষুব্ধ। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে প্রশাসন সূত্রে বলা হয়েছে।
জেলা পুলিশের এক কর্তা এ দিন বলেন,“ এসটিএ পারমিট নিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসেরা শহরের ভেতরে ঢুকবে না, এটাই সিদ্ধান্ত। ওই বাসগুলি জিটি রোড বাইপাস ধরে যাতাযাত করবে। তবে শহরের মধ্যের যাত্রীদের যাতে সমস্যা না হয়, সেদিকেও নজর রাখা হবে।” জিটি রোড বাইপাসের উপর কয়েকটি স্টপেজও দেওয়া হবে বলে জানান তিনি। তাঁর আশ্বাস, “কোন বাস কোথা থেকে ছাড়বে, তার বিস্তারিত ঘোষণা সম্ভব হলে শুক্রবার থেকেই করা হবে।” জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক আশিস সাহা বলেন, “জেলা পুলিশের ঘোষণায় কিছু অসর্ম্পূনতা রয়েছে। যত দ্রুত সম্ভব বাস সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ঘোষণার ব্যবস্থা করছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.