কোলিয়ারির এক কর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ইসিএলের এক আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসিএলের সোদপুর এরিয়ার নরসমুদা কোলিয়ারিতে। ইসিএল সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিকের নাম প্রভাতকুমার ঝা।
১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ইসিএলের সমস্ত কোলিয়ারিতে পালিত হল দুর্নীতি দমন সচেতনতা সপ্তাহ। এই কর্মসূচি পালনের একেবারে শেষ দিনে দুর্নীতির অভিযোগেই ধরা পড়লেন সংস্থার এক ম্যানেজার। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নরসমুদা কোলিয়ারির এক ভূগর্ভস্থ মাইনিং সর্দারকে ওই ম্যানেজার প্রায় দেড় কিলোমিটার দূরে অন্য কোলিয়ারিতে বদলি করেন। কিন্তু সেখানে যেতে গররাজি ছিলেন ওই মাইনিং সর্দার। অভিযোগ, এর পরে ওই ম্যানেজার মাইনিং সর্দারকে ঘুষের বিনিময়ে বদলি আটকানোর প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে ওই মাইনিং সর্দার সিবিআই দফতরে যোগাযোগ করেন। সিবিআইয়ের পরামর্শ মতো বৃহস্পতিবার তিনি কোলিয়ারির ম্যানেজারকে ১০ হাজার টাকার একটি বান্ডিল ঘুষ বাবদ দেন। এর পরেই সিবিআইয়ের একটি দল ওই ম্যানেজারকে হাতেনাতে ধরে।
ঘুষ নেওয়ার অভিযোগে কোলিয়ারির ম্যানেজার ধরা পড়ার প্রসঙ্গে ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিবিআই ওই ম্যানেজারকে ধরেছে। এ নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। এ ক্ষেত্রে বিভাগীয় তদন্তও করতে পারি না। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।” |
ভিতরে চলছে তদন্ত, বাইরে উৎসুক কর্মীরা। —নিজস্ব চিত্র। |
কোলিয়ারি সূত্রে খবর, এ দিন দুপুর দেড়টা নাগাদ সিবিআইয়ের দশ জনের একটি দল নরসমুদায় যায়। প্রথমে শ্রমিক-কর্মীরা কিছু বুঝতে পারেননি। কিন্তু সিবিআই অফিসারেরা ওই ম্যানেজারকে জেরা শুরু করতেই পুরো ঘটনা জানাজানি হয়ে যায়। শ্রমিক-কর্মীরা ম্যানেজারের অফিসের সামনে ভিড় করেন।
শ্রমিক-কর্মীদের অনেকেই এ দিন দাবি করেন, ওই ম্যানেজার কোলিয়ারি চত্বরে অনেক দিন ধরেই নানা নিয়ম বহির্ভূত কাজ করছেন। স্থানীয় আইএনটিইউসি নেতা সঞ্জয় মাজির অভিযোগ, “শ্রমিক-কর্মীদের কোনও ন্যূনতম উপকার পেতে গেলেও তাঁকে ঘুষ দিতে হত। আমরা বহু বার প্রতিবাদ করেছি। কিন্তু তাঁকে দমানো যায়নি।” আইএনটিটিইউসি নেতা প্রেমকুমার তিওয়ারিরও অভিযোগ, “অসুস্থ মানুষকে সাহায্য করতেও ওই ম্যানেজার পয়সা চাইতেন। শ্রমিক-কর্মীরা হাঁফ ছেড়ে বাঁচলেন।” কোলিয়ারিতে সিটুর দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত মাজির বক্তব্য, “প্রায় তিন বছর ধরে ওই ম্যানেজার এই রকম পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন।”
কর্মীরা জানালেন কোলিয়ারিতে দুর্নীতি দমন সচেতনতা সপ্তাহ সূচনার প্রথম দিন শ্রমিক-কর্মীদের দুর্নীতিমুক্ত থাকা ও দুর্নীতি থেকে দূরে থাকার জন্য শপথবাক্যও পাঠ করিয়েছিলেন ওই ম্যানেজার। তার সাত দিনের মাথায় দুর্নীতির অভিযোগে ধরা পড়ে গেলেন তিনি নিজেই। |