কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
কংগ্রেস, সিপিএম ও বিজেপি ছেড়ে একদল কর্মী-সমর্থক যোগ দিল তৃণমূলে। বুধবার বিকালে ধোড়াদহ রজনিকান্ত হাই স্কুল মাঠে এ দিন ওই সভায় ধোড়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের ৬ জন কংগ্রেস সদস্য ও করিমপুর ২ ব্লক কংগ্রেসের সভাপতি ফজলুর রহমানও যোগ দেন তৃণমূলে। তৃণমূলের দাবি, গোটা রাজ্য জুড়ে মানুষ এখন তৃণমূলমুখী। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মুগ্ধ হয়ে এবং উন্নয়নের যজ্ঞ দেখে এখন বাংলার মানুষ দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন।” যদিও করিমপুর-২ ব্লক কংগ্রেস সভাপতি অসীম চৌধুরী বলেন, “নিজেদের স্বার্থে কিছু মানুষ দল থেকে বেরিয়ে গেলেও সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আছেন।”
|
অস্ত্র ব্যবসায়ী ধৃত রানিনগরে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
অস্ত্র কেনার টোপ দিয়ে মঙ্গলবার রাতে রানিনগর থানার পুলিশ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম সাইনুল শেখ। তার বাড়ি রানিনগর থানার পুরাতন ডিগ্রিপাড়ায়। ধৃতের কাছ থেকে তিনটে মাস্কেট, একটি ওয়ান শটার ও আটটি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই ব্যক্তি রীতিমত কারখানা খুলে অস্ত্র তৈরি করে বেচাকেনা শুরু করেছিল। আগে বোমা বানাত। বোমা বানাতে গিয়ে তা ফেটে ১০ বছর আগে তার বাম হাতের কব্জি উড়ে যায়। তখন বোমা বানানো ছেড়ে কারখানা খুলে অস্ত্র ও কার্তুজ তৈরি করতে শুরু করে। এলাকায় সে হাতকাটা লালু নামে পরিচিত।” পুলিশ সুপার জানান, “ওই ব্যক্তি জেরায় সাতটি মাস্কেট তৈরি করার কথা বলেছে। তার মধ্যে তিনটি উদ্ধার হয়েছে। বাকি চারটি মাস্কেট যাদের কাছে বিক্রি করেছে, তাদের খোঁজ চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি তার কারখানায় তৈরি আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি ভাড়াও দিত। চর দখল থেকে রাজনৈতিক বিবাদে অস্ত্র ভাড়া দেওয়ার কথা পুলিশের জেরায় ওই ব্যক্তি কবুলও করেছে। ধৃত ব্যক্তিকে এদিন লালবাগ সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
গাড়ি থামিয়ে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রাস্তায় সব্জির গাড়ি থামিয়ে ছিনতাই করল দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণনগর রানাঘাট ভায়া বাদকুল্লা রাজ্য সড়কে তিনটি গাড়ি থামায় দুষ্কৃতীরা। প্রতিটি গাড়ির চালকের কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ। বুধবার বিকেলে একটি গাড়ির চালক কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের ডিএসপি(সদর) দিব্যজ্যোতি দাশ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” একটি গাড়িতে কলা ও দুটি গাড়িতে গাছের চারা ছিল। জালালখালির কাছে ফাঁকা মাঠে গাড়ি থামিয়ে ছিনতাই করা হয়।
|
স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গিয়েছেন ধনঞ্জয় প্রামাণিক নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি শান্তিপুরের বড়বাজারে। নাকাশিপাড়ার যুগপুরের শুভঙ্কর সরকার নামে এক কিশোরও বিসর্জন দিতে গিয়ে নদীতে তলিয়ে গিয়েছেন বুধবার।
|
মোটরবাইকের ধাক্কায় মঙ্গলবার মারা গেলেন এক যুবক। মৃতের নাম গোলাম রসুল (৪২)। তাঁর বাড়ি রানিতলার কোলান-রমনাপাড়ায়। |