নতুন অ্যাপ
সংবাদ সংস্থা • মেলবোর্ন |
শহরের শব্দদূষণের মাত্রা মাপার নতুন অ্যাপলিকেশন বানিয়ে ফেললেন অষ্ট্রেলিয়ার এক দল গবেষক। এ বার থেকে শব্দদূষণের মাত্রা মাপা যাবে স্মার্টফোনেই। অ্যাপলিকেশনটির নাম ‘এয়ার-ফোন’। কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অরগ্যানিজম (সিএসআইআরও) এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত রাজীব রানা। তিনি বলেন, “কেউ যদি শহরের কোথাও কোনও স্কুল তৈরি করতে চান বা হাসপাতাল তৈরি করতে চান, তা হলে খুব সহজেই ফোনে এয়ার-ফোন অ্যাপলিকেশনটি থেকে ওই এলাকার শব্দের মাত্রা মেপে নিতে পারবেন।” |
গন্ডার হানায় হত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গন্ডারের হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। বুধবার সকালে কাজিরাঙার বুড়াপাহাড় রেঞ্জে ঘটনাটি ঘটে। উদ্যান সূত্রের খবর, বুড়াপাহাড় রেঞ্জের পানিজুরি এলাকায় পাঁচজন বনকর্মী টহল দিচ্ছিলেন। আচমকা গন্ডারটি তাঁদের আক্রমণ করে। সকলে পালানোর চেষ্টা করেন। তখনই সিং সিংনার (২৮) নামে এক বনকর্মী মাটিতে পড়ে গেলে গন্ডারটি তাঁর উপরে চড়াও হয়। |
শকুন নিয়ে সভা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
শকুন সংরক্ষণ নিয়ে আজ, বৃহস্পতিবার সেমিনার হবে রাজাভাতখাওয়ায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পে সেমিনার উদ্বোধন করবেন রাজ্যের বনপাল প্রদীপ ব্যাস। |