পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
লক্ষ্যমাত্রা সাত হাজার। আগামী কয়েক দিনের মধ্যে তিন হাজার পূরণ হবে। আগামী ১২ নভেম্বর মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আরও এক হাজার উপভোক্তাকে লক্ষ্যমাত্রা পূরণে যুক্ত করা হবে। সে জন্য বুধবার রামপুরহাট রক্তকরবী পুরমঞ্চে ১৮৫ জন উপভোক্তার হাতে পাট্টা ও জমির পরচা তুলে দিল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। পাট্টা ছাড়াও নিজভূমি নিজগৃহ প্রকল্পে রামপুরহাট ১ ব্লকের ৩৮ জন উপভোক্তার হাতে গৃহ নির্মাণের জন্য প্রথম কিস্তি বাবদ ২২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শ্যমাশিস রায়, রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক আশিস বন্দোপাধ্যায় প্রমুখ। |
বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ভাইফোঁটার দিন গৃহকর্তার অবর্তমানে রামপুরহাট হাটতলা এলাকায় একটি বাড়িতে চুরু হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। কেউ আটক বা গ্রেফতার হয়নি। |