রান্নাঘরে অগ্নিদগ্ধ বধূ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় আনারমাদেবী নামে ওই মহিলাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মহিলার শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর অবস্থা সঙ্কটজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনারমাদেবীর ছেলে সোমনাথ জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৫ টা নাগাদ তাঁর মা চা করতে রান্নাঘরে ঢুকে হিটারের সুইচ অন করতেই ঘরে আগুন ধরে যায়। ফেটে যায় অ্যাসবেস্টাসের চাল। কোনও রকমে সবাই মিলে মহিলাকে উদ্ধার করে পাঠান ডিটিপিএস স্বাস্থ্যকেন্দ্রে। পরে সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে রান্নার শেষে আনারমা দেবী গ্যাসের সিলিন্ডার বন্ধ করতে কোনও কারণে ভুলে গিয়েছিলেন। সারারাত সিলিন্ডারের গ্যাস বের হয়। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় সেই গ্যাস বাইরে বেরোতে পারেনি। ফলে সকালে হিটার জ্বালতেই আগুন ধরে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে। |
বধূ নির্যাতনের নালিশ কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পণের দাবিতে এক গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, দেওরের স্ত্রী ও ননদের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ওই গৃহবধূর বাবা। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার রাজবাঁধে। পুলিশের কাছে লিখিত অভিযোগে দুর্গাপুরের ডিটিপিএসের কর্মী চরণদাস ত্রিবেদী জানিয়েছেন, ২০০৬ সালে তাঁর মেয়ে সোনালীর সঙ্গে বিয়ে হয় রাজবাঁধের একটি বেসরকারি কারখানার কর্মী শান্তনু চট্টোপাধ্যায়ের। তাঁদের একটি পাঁচ বছরের ছেলেও রয়েছে। চরণদাসবাবুর অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে তাঁর মেয়ের উপর অত্যাচার করে শ্বশুরবাড়ির লোকজন। গত ৩০ অক্টোবর তাঁকে শারীরিক নিগ্রহ করে ঘর থেকে বের করে দেওয়া হয়। তাঁকে আহত অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদ করলে মারধর করা হয় সোনালীর দুই ভাইকে। পাঁচ দিন চিকিৎসার পরে ছাড়া পান সোনালী। চরণদাসবাবু থানায় সোনালীর স্বামী শান্তনু চট্টোপাধ্যায় ছাড়াও শ্বশুর, শাশুড়ি দেওর, জা ও ননদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। |
নেতাকে মারের অভিযোগ, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বিজেপির এক নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। এ দিন বিজেপির আসানসোল জেলা সভাপতি রামকুমার সিংহের নেতৃত্বে থানায় সিআই এর হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। রামকুমারবাবু জানান, ২৮ অক্টোবর তাঁরা স্থানীয় পণিহাটি ওর্য়াক শপের সামনে থেকে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। অভিযোগ, তৃণমূল নেতা প্রভাত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এক দল তৃণমূল সর্মথক বিজেপি কর্মীদের উপর হামলা করে। আহত হন বিজেপির জামুড়িয়া ব্লক কমিটির সম্পাদক সন্তোষ সিংহ-সহ দু’জন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ জানায় বিজেপি। কিন্তু ঘটনার নয় দিন কেটে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, দুই দলের সর্মথকরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্ত করছে। |
মান্না দে স্মরণ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মান্না দের স্মরণ সভার আয়োজন করল রানিগঞ্জ আরজি পার্টি। মঙ্গলবার রানিগঞ্জ থানা চত্বরে এই অনুষ্ঠান হয়। আসানসোল-দুর্গাপুরের মহিলা সিপিভিএফ কর্মীরা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া পরিবেশন করা হয় মান্না দে-র গান। |
তরুণীর দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বুধবার সকালে কাঁকসার বনকাটির জামডোবা জঙ্গল থেকে এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। সম্ভবত তাকে খুন করা হয়েছে। আনুমানিক বয়স ২০ বছর। নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। |
কাঁকসা
সাইকেল মিছিল। রাজবাঁধ। সকাল সাড়ে ৮টা। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। |