ভুটভুটি কেনার টাকা না পেয়ে টানা অত্যাচার চালানোর জেরে এক বধূ গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোচবিহারের ঘোকসাডাঙা থানায় ঘটনাটি ঘটেছে। সোমবার কোচবিহারের এমজেএন হাসপাতালে বধূর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম অঞ্জনা দে (২২)। ওই ঘটনায় পুলিশ মৃতার স্বামী উত্তম দে-কে গ্রেফতার করে। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। ১ জনকে ধরা হয়েছে।” ছয় বছর আগে আলিপুরদুয়ারের পশ্চিম কাঠালবাড়ির বাসিন্দা অঞ্জনা দেবীর সঙ্গে ঘোকসাডাঙ্গা থানার গয়াবাড়ির বাসিন্দা উত্তম দে’র বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি থেকে পণের টাকা আনার দাবি করে স্ত্রীকে উত্তম মারধর করতেন বলে অভিযোগ। সম্প্রতি ভুটভুটি কেনার টাকা না পেয়ে স্ত্রীর উপরে লাগাতার অত্যাচার চালান উত্তম। এর পরে অঞ্জনা দেবী অগ্নিদগ্ধ হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।
|
বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বকেয়া ভাতা বিলি করা শুরু করল পঞ্চায়েত সমিতি। গত এক বছর ধরে ব্লকে ভাতা বাবদ বরাদ্দ দু কোটি টাকা পড়ে থাকলেও তা বিলি করা হয়নি বলে অভিযোগ। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ঘটনা। সিপিএম পরিচালিত বর্তমান বোর্ডের অভিযোগ, গত কংগ্রেস বোর্ডের গাফিলতিতে এমন হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি জামিল ফিরদৌস বলেন, “আগের কংগ্রেস বোর্ড কেন টাকা বিলি করেনি তা ওরাই বলতে পারবে। আমরা ভাতার ওই বকেয়া টাকা বিলি করতে শুরু করেছি।” সমিতি সূত্রে জানা যায়, বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী মিলিয়ে ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫ হাজার উপভোক্তা রয়েছেন। গত এক বছর ধরে তাদের ভাতা মেলেনি। প্রকৃত উপভোক্তা কারা তা নিয়ে তদন্তের নাম করে মাসের পর মাস বিগত বোর্ড টাকা বিলি না করে ফেলে রাখে বলে অভিযোগ। বর্তমান বোর্ড ক্ষমতায় আসার পরে ওই বকেয়া টাকা বিলি করতে উদ্যোগী হয়। এর মধ্যে বেশ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
|
দুটি ফ্ল্যাটে চুরির ঘটনার দু’দিন কেটে গেলেও দুষ্কৃতীরা ধরা না পড়ায় সরকারি আবাসনের বাসিন্দাদের ক্ষোভ দানা বেঁধেছে। অভিযোগ, রাতে পুলিশের ঢিলেঢালা নজরদারির জন্যই দুষ্কৃতীরা বেপরোয়া। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “আবাসনে বেশ কিছু পরিবার রয়েছে। তাও দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা আমাকে অবাক করেছে।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানান, চুরির ঘটনার তদন্ত হচ্ছে। রবিবার রাতে শহরের রাজবাড়ি আবাসন এলাকার পাশাপাশি দুটি ফ্ল্যাটে দুটি ফ্ল্যাটের বাসিন্দারা ছুটিতে বাইরে যাওয়ায় ঘর ফাঁকা ছিল।
|
ভাইফোঁটায় মাতলেন কোচবিহারের দু’টি হোমের আবাসিকরা। মঙ্গলবার কোচবিহার বাবুরহাট এলাকার সরকারি হোম শহিদ বন্দনা স্মৃতি আবাস ও নিউ ভারতী ক্লাব পরিচালিত বাণেশ্বরের স্বল্পকালীন আবাসের আবাসিকেরা ভাইফোঁটায় অংশ নেন। হোম সূত্রে জানা গিয়েছে, বাণেশ্বরের হোমে ১৬ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন তরুণী রয়েছেন।
|
দাবি মতো চাঁদা ও নরনারায়ণ সেবার জন্য চাল না দেওয়ার এক হোটেল ব্যবসায়ী তথা মালদহ জেলার পর্যটন ও শিল্পোন্নয়ন কমিটির চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে একটি ক্লাবের বিরুদ্ধে। সোমবার বিকেলে মালদহ থানার নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের সামনে এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। |