টুকরো খবর |
অসম লড়াইয়ে সুকৃতির পাশে দাঁড়াচ্ছে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দরিদ্র কিশোরী সুকৃতির পাশে দাঁড়াল প্রশাসন। ক্যানসার রোগী শয্যাশায়ী মায়ের সেবা এবং ন’বছরের ছোট বোনের দেখভাল করতে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছিল সে। মঙ্গলবার, ভাইফোঁটার দিন চাইল্ড লাইনের সহায়তায় বালুরঘাট থেকে ট্রেনে করে সুকৃতির মা লতিকাদেবীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়। সঙ্গে চাইল্ড লাইনের তরফে ছিলেন সুদেব বর্মন। এর আগে জেলা পরিষদের সভাধিপতি ললিতা তিগ্গা লতিকা দেবীকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তির ব্যবস্থা করে দিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে আর্জি জানিয়ে ফ্যাক্সও পাঠান। ওই কিশোরী সুকৃতি সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনসিরা পঞ্চায়েতের ফেরুসা গ্রামে। সংসারের দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে লেখাপড়ায় ইতি টেনে হস্টেল ছেড়ে আসতে হয়েছিল। সম্প্রতি বালুরঘাটে এসে কিশোরীর দুর্দশার খবর জানতে পারেন দেশের নারী নির্যাতন প্রতিরোধ কমিটির টাস্ক ফোর্সের চেয়ারপার্সন শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর হস্তক্ষেপে জেলা প্রশাসন পরিবারের পাশে দাঁড়ায়। বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মহকুমাশাসক, জেলা সমাজ কল্যাণ আধিকারিক এবং পঞ্চায়েত ও জেলাপরিষদ কর্তৃপক্ষ মিলে কিশোরীর মা লতিকাদেবীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করাতে উদ্যোগী হন। সুকৃতি ও তার ছোট বোন সুস্মিতাকে হস্টেলে রেখে পড়ানোর ব্যবস্থা হবে।”
|
ভাই টিকা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
দার্জিলিং পাহাড় জুড়ে পালিত হল দেওয়ালির শেষ উৎসব ‘ভাই টিকা’। বাঙালির ভাইফোঁটার মতই পাহাড়ের বোনেরা, দিদি তাঁদের ভাই এবং দাদাদের মঙ্গলকামনা করে এই দিনটি পালন করেন। মঙ্গলবার পাহাড়ের তিন মহকুমার ঘরে ঘরে এই উৎসব পালান করা হয়েছে। পাহাড়ের চিরাচরিত রীতি মাফিক নিজের পোশাক করে ভাই ও দাদাদের প্রথমে পুজো করেন বোনেরা। তার পরে তাঁদের কপালে টিকা দেওয়া হয়। পাহাড়ে কাকপুজো, কুকুর পুজো, লক্ষ্মীপুজো এবং গোবরধন পুজো মিলিয়ে পাঁচদিন ধরে যে তিওহার চলে ভাইটিকা তার শেষ উৎসব। এর আগে নেপালি তরুণ তরুণীরা লক্ষ্মীপুজোর পর দলবন্ধভাবে নাচগান করেন। মেয়েদের নাচকে ভাইলোনি এবং ছেলেদের নাচকে দসউরি বলা হয়। এর পর দিন হয় ভাইটিকা। চলে একে অপরের প্রতি শুভেচ্ছা এবং উপহার বিনিময়ের পালাও। রীতি মেনে বাদাম, মিষ্টি, দুধ এবং ডিম ভাই ও দাদাদের খেতে দেওয়া হয়।
|
স্পন্দন-এর ফোঁটা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ির কোরক হোমের ৭০ আবাসিককে ফোঁটা দিল বোনেরা। ‘স্পন্দন’ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ভাইফোঁটার আয়োজন করা হয়। সকালে এই সংগঠনের পক্ষ থেকে কোরক হোমের সমস্ত আবাসিকের হাতে মিষ্টির প্যাকেট দেওয়া হয়। এ দিন ভাইফোঁটা উপলক্ষে সারা দিন বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন হোম কর্তৃপক্ষ। হোমের আধিকারিক তাপস দাস এই প্রসঙ্গে বলেন, “দুপুরে ভাত, ডাল, সব্জি, ভাজা আর মিষ্টির আয়োজন ছিল। রাতের জন্যও বিশেষ মেনু থাকছে।”
|
মন্দিরে মারপিট
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দুই গোষ্ঠীর মারপিটে উত্তেজনা ছড়াল ১৮ নম্বর ওয়ার্ডে। সোমবার রাত ১০টা নাগাদ প্রমোদনগর এলাকায়। ঘটনায় দুই পক্ষের ৭ জন আহত হন। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “রাতে এক দল যুবকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তদন্ত হচ্ছে।” বাসিন্দারা জানান, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ এলাকার স্থায়ী কালী মন্দির চত্বরে আরতি প্রতিযোগিতা চলছিল। কিছু যুবক লাঠিসোটা নিয়ে তান্ডব শুরু করে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাধা দিতে গেলে দুই পক্ষের ৭ জন আহত হন। তাঁদের চিকিৎসার জন্য কোচবিহার নিয়ে যাওয়া হয়েছে।
|
বিষে মৃত তরুণী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বিষ খেয়ে মারা গেলেন এক তরুণী। সোমবার রাতে সাতালি চা বাগানের সোমা লাইনে। হাসিমারা ফাঁড়ির ওসি বিভূতিভূষণ বর্মন জানান, মৃতের নাম নন্দিতা বরা (১৮)। রাতে ওই তরুণী বিষ খান। পরিবারের তরফে তাঁকে মালঙ্গি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মারা যান। কী কারণে তরুণী বিষ খান তা পুলিশ তদন্ত করে দেখছে।
|
ডুবে মৃত বালক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল এক বালকের। নিখোঁজ এক বালিকা। মঙ্গলবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার থানার পোরোরপার গ্রাম পঞ্চায়েতের পাকুড়িতলায়। মৃতের নাম কৃষ্ণ সিংহ (৮)। স্নান করতে নামা বালিকা লক্ষ্মী বর্মনকে রাত পর্যন্ত পাননি বাসিন্দারা। এদিন বিকেল চারটে নাগাদ পাকুড়ি তলায় ৩-৪ জন শিশু স্নান করতে নামে। লক্ষ্মী ও কৃষ্ণ তলিয়ে যায়।
|
অনশন ৬ দিনে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
গোর্খা জনমুক্তি মোর্চা নেতা জেলবন্দি বিনয় তামাঙ্গের অনশন মঙ্গলবার ৬ দিনে পড়ল। তিনি জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্ত্রী সরলা দেবীর কথায়, “উনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন। ভাল করে কথা বলতে পারছেন না। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি ওঁর মুক্তির ব্যবস্থা করুক রাজ্য সরকার।”
|
প্রদীপ থেকে আগুন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দীপাবলির প্রদীপ থেকে আগুন লাগল বাড়িতে। সোমবার রাতে শিলিগুড়ির আশ্রমপাড়ায়। তবে বাড়িতে তখন কেউ ছিল না। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
|
রেললাইনে দেহ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রেললাইন থেকে একটি দেহ উদ্ধার হল। সোমবার নকশালবাড়ির মণিরাম এলাকায়। মৃতের নাম মঙ্গল ঘোষ (৪৫)। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। |
|