টুকরো খবর |
প্রাথমিক শিক্ষক নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্কুলে যাওয়ার পথে ন’দিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছিলেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক। কিন্তু সেই শিক্ষকের এখনও কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে সুতাহাটা থানার পূর্ব শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা বছর বত্রিশের সন্দীপ বল্লভ গত ২৮ অক্টোবর থেকে নিখোঁজ। তিনি গত ডিসেম্বর মাসে ভগবানপুর থানা এলাকার জলি গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর মা সুমিত্রা দেবী বলেন, “গত ২৮ অক্টোবর সকালে প্রতিদিনের মতো সন্দীপ স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় আমরা খোঁজ খবর করি। আমাদের ধারণা সন্দীপকে অপহরণ করা হয়েছে।” ২৯ অক্টোবর পুলিশে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। যদিও সেখানে অপহরণের কথা উল্লেখ করা হয়নি। সন্দীপবাবুর বাবা বিবেকানন্দ বল্লভ বলেন, “ওই দিন ছেলে বাড়ি না ফেরায় রাতেই আমি স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে জানতে পারি, সে স্কুলেই যায়নি। সন্দীপ শান্ত স্বভাবের ছেলে। ওঁর কোনও শত্রু আছে বলে ভাবতে পারিনা। চাকরি পাওয়ার পরে সন্দীপের বিয়ের কথা চলছিল। বাড়িতেও কোনও অশান্তি ছিল না। কী হল বুঝতে পারছি না।” জলি গোপীনাথপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ গুচ্ছাইত বলেন, “সন্দীপবাবু নিয়মিত স্কুলে আসতেন। কিন্তু ২৬ অক্টোবর, শনিবার ও ২৮ অক্টোবর উনি স্কুলে আসেননি। ওই দিন রাতেই ওঁর বাবার কাছ থেকে ফোন পেয়ে অবাক হয়ে যাই।”
|
বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জানালার রড ভেঙে বাড়িতে ঢুকে একই কায়দায় পরপর দু’টি বাড়িতে চুরি হল। সোমবার সন্ধ্যার মুখে চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের ওই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তবে, এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। স্থানীয় সূত্রের খবর, এ দিন শ্যামপ্রসাদ লাহা এবং নবীন সাউ বাড়ির সদস্যদের নিয়ে কালী পুজো দেখতে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পিছনের জানালার রড ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা ও কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়।
|
বাজিতে জখম
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
ছবি: আরিফ ইকবাল খান। |
শব্দ বাজিতে বাঁ চোখ গুরুতর জখন হয়েছে নন্দন দাশের। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার বাসিন্দা নন্দনের চোখে অস্ত্রোপচার করা হয়েছে মঙ্গলবার। শনিবার, বাজি পোড়ানো দেখতে গিয়ে গাছবোমায় চোখে আঘাত পান তিনি। তবে মঙ্গরবারও শিল্পশহরে দেদার ফেটেছে শব্দবাজি। |
|