আবেগের সুনামি থেকে টিমকে আড়াল করতে চান ধোনি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সচিন তেন্ডুলকরের একশো নিরানব্বইতম টেস্ট ম্যাচ নিয়ে শহর জুড়ে একশো নিরানব্বই রকম আয়োজন চলছে তো কী, মহেন্দ্র সিংহ ধোনির কাছে ইডেন টেস্ট আপাতত শুধুই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। সচিন নিয়ে আবেগের সুনামিতে টিম ইন্ডিয়াও ভেসে যাক, একেবারেই চান না ভারত অধিনায়ক।
সচিন ম্যানিয়ার ঝড় থেকে কী ভাবে ধোনি আগলে রাখছেন টিমকে? “দেখুন, এ রকম যে হবে সেটা তো আগে থেকেই জানা ছিল। আর এই ব্যাপারগুলো যদি আগে থেকে জানা থাকে, তা হলে মানসিক ভাবে নিজেদের অনেক ভাল ভাবে তৈরি করা যেতে পারে,” বলে ধোনি যোগ করছেন, “আমরা সবাই চেষ্টা করেছি বাকি জিনিসের থেকে মন সরিয়ে পুরো ফোকাসটা ক্রিকেটের উপর রাখার। এখন পর্যন্ত তো সেটা করতে পেরেছি। আর সত্যি বলতে কী, এক বার ম্যাচটা শুরু হয়ে গেলে আলাদা করে টিমে কাউকে গুরুত্ব দেওয়া হয় না। আমার মনে হয় আমরা একদম ঠিকঠাক জায়গায় আছি।”
টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে সচিনের মেয়াদ এখন দু’সপ্তাহেরও কম। এই অবস্থায় কতটা বদলে গিয়েছে ধোনির দলের মনন? ক্যাপ্টেন ইন্ডিয়ার দাবি, একটুও না। “শেষ কয়েক দিনের কথা যদি বলেন, তা হলে বলব আমাদের টিমে কিছুই পাল্টায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে আমাদের ড্রেসিংরুমের মনোভাব যেমন ছিল, এখনও ঠিক সে রকমই আছে। টিমের ফোকাসের প্রশংসা করতেই হয়। আর ছেলেরা যে ভাবে ড্রেসিংরুমের আবহাওয়া পাল্টাতে দেয়নি, যে ভাবে ক্রিকেটের বাইরে কোনও চিন্তা সেখানে ঢুকতে দেয়নি, সেটাও কম প্রশংসনীয় নয়। যা হওয়ার, তা তো কোনও না কোনও দিন হবেই। সেটা নিয়ে আলাদা করে ভেবে কী হবে?” বলছেন ধোনি।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর চব্বিশ ঘণ্টা আগে ইডেনে আলাদা আলাদা করে ক্রিকেটারদের নিয়ে পড়ে থাকলেন সচিন। কখনও বিরাট কোহলির সঙ্গে প্রায় আধ ঘণ্টার টানা আলোচনা, তো কখনও নেটের বাইরে স্বয়ং ধোনির সঙ্গে মাস্টারক্লাস। এতেও অবশ্য বাড়তি তাৎপর্য খুঁজে পাচ্ছেন না ভারত অধিনায়ক। বরং তিনি বলে দিচ্ছেন, “আরে, এটা তো গত দশ বছর ধরেই হয়ে আসছে। এখন সচিন ওর শেষ দুটো টেস্ট ম্যাচ খেলতে নামবে বলেই আপনারা এ সব আলাদা করে খেয়াল করছেন!” সঙ্গে সেংযাজন, “সচিন সব সময়ই টিমের তরুণদের সঙ্গে সময় কাটায়। ওদের বলে দেয় কী কী করতে হবে, কোন জায়গাগুলোয় উন্নতি দরকার। অবসর নেওয়ার আগে এখন বাড়তি কিছু করছে বলে মনে হয় না।” |
২০১১ বিশ্বকাপ জিতলে সেটা সচিনকে উৎসর্গ করা হবে বলে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন যুবরাজ সিংহ, বিরাট কোহলিরা। এ বার সচিনের বিদায়ী সিরিজ জিততে পারলে সেটাও কি সচিনকে শ্রদ্ধার্ঘ্য হিসেবে উৎসর্গ করা হবে? শুনে ধোনির রসিকতা, “প্রথমে তো ক্রিকেটের উপর ফোকাস রেখে সিরিজটা জিততে হবে! এক বার সেটা হয়ে গেলে জয়টা কাকে উৎসর্গ করব, সেই প্রশ্নের উত্তর খোঁজা খুব সহজ।”
বিদায়বেলায় সচিনকে কী উপহার দেবে টিম ইন্ডিয়া? “এটার পরেও তো একটা টেস্ট বাকি আছে। আমাদের বিদায়ী উপহারটা কী, সেটা আপাতত সিক্রেট থাক!” মুচকি হেসে বলে গেলেন ধোনি।
|