ঘুষ চাওয়ার অভিযোগে হামলা মহিলা কাউন্সিলরের বাড়িতে |
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
শংসাপত্র দিতে এক যুবকের থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের এক মহিলা কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে মোরসেলিনা বেগম নামে ওই কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়। জানলার কাচ ভাঙা হয়। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলীয় স্তরে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। যদিও মোরসেলিনার দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তাঁকে।
মোরসেলিনার বাড়ি ১৮ নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গি বরকন্দাজপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ এলাকারই কয়েকশো লোক তাঁর বাড়ির সামনে জড়ো হন। তাঁদের অভিযোগ, সম্প্রতি এক যুবক তাঁর বাবার মৃত্যু-সংক্রান্ত একটি শংসাপত্র দিতে ওই কাউন্সিলর ৫০০ টাকা নেন। এই অভিযোগকে কেন্দ্র করেই এলাকার লোকজন এ দিন বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু লোক ওই কাউন্সিলের বাড়িতে ইট-পাটকেল ছোড়ে। জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। বিক্ষোভকারীরা অভিযোগ তোলে, শুধু ওই যুবকের ক্ষেত্রেই নয়, যে কোনও কোনও কাজ করাতে গেলেই কাউন্সিলর এলাকাবাসীর থেকে টাকা দাবি করেন। তাঁকে গ্রেফতারেরও দাবি ওঠে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি সামলায়। কাউন্সিলরের বিরুদ্ধে ডানকুনি থানায় একটি গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা পড়ে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মোরসেলিনার দাবি, “মিথ্যা অভিযোগে আমার নাম জড়িয়ে দিয়ে দুষ্কৃতীরা হামলা চালাল।” দলেরই একাংশ এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে করছেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, “যে অভিযোগ উঠেছে, দল তার তদন্ত করবে। কিন্তু প্রশাসনকে না জানিয়ে কেন এ ভাবে এক সম্ভ্রান্ত মহিলার বাড়িতে হামলা হল, তা দেখা দরকার। এর মধ্যে কোনও রাজনীতি আছে কিনা, তা-ও দেখা হচ্ছে।” |