স্ত্রীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
ভাইফোঁটা উপলক্ষে স্ত্রীকে শ্বশুরবাড়িতে যাওয়ার বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালের গজার মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম যতীন ঘোষ (৪১)। বাড়ি চণ্ডীতলার শিয়াখালা পঞ্চায়েতের পশ্চিম তাজপুরে। স্ত্রী কাজলকে গজার মোড় থেকে বাসে তুলে দিয়ে সকাল ১০টা নাগাদ অহল্যাবাঈ রোড ধরে ফিরছিলেন তিনি। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মেরে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় যতীনকে শিয়াখালার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সেখানেই মারা যান যতীন। অন্য দিকে, ট্রাকের ধাক্কায় সোমবার সন্ধ্যায় তসমিনা বেগম (৪৩) নামে এক মহিলার মৃত্যু হয়েছে ধনেখালির মল্লিকপুর বাজারের কাছে।
|
কারখানায় আগুন
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
কাজ করছে দমকল।—নিজস্ব চিত্র। |
সোমবার রাতে শ্রীরামপুরের প্রবাসনগর পূর্বপাড়ায় কাগজের পেটি তৈরির একটি কারখানায় আগুন লেগে যায়। দাহ্য পদার্থ থাকায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। দমকলের তিনটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। দমকল কর্মীদের ধারণা, শর্ট সার্কিট বা বাজি থেকে আগুন লেগে থাকতে পারে।
|
কামারহাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে পথশিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন হয়েছিল মঙ্গলবার। ছিলেন স্বামী নিত্যরূপানন্দ, স্বামী গিরিজানন্দ, পরিবহণমন্ত্রী মদন মিত্র প্রমুখ। শ্রীরামপুরের চেশায়ার হোমের প্রতিবন্ধী আবাসিকদেরও এ দিন ফোঁটা দেন সিস্টাররা। পাঁচলার একটি ক্লাবের উদ্যোগে গণভাইফোঁটার আসরে এসেছিল বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা। সঙ্গে, চেশায়ার হোমে তোলা নিজস্ব চিত্র। |