নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
ঋণশোধ করার জন্য কিছু দিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল এক ব্যবসায়ীকে। মঙ্গলবার সকালে পাণ্ডুয়ার বল খেলার মাঠের পাশে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হল তাঁর
|
সরিফ। |
ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ দায়ের হয়েছে কয়েক জনের নামে। দোষীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে কিছু ক্ষণের জন্য জিটি রোড অবরোধ করেন স্থানীয় মানুষ।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শেখ সরিফ (৩৮) নামে ওই ব্যক্তি পাণ্ডুয়ারই জগন্নাথপাড়ার বাসিন্দা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে তাঁর আলু, ধান, চালের গোডাউন। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তির থেকে কিছু টাকা ধার করে আলুর বন্ড কিনেছিলেন। কথা ছিল, ভাইফোঁটার আগেই টাকা ফেরত দেবেন। কিন্তু আর্থিক সমস্যা চলছিল সরিফের। তাঁর স্ত্রী মেহতাজের অভিযোগ, টাকা ফেরত চেয়ে মাঝে মধ্যেই বাড়িতে লোকজন নিয়ে এসে হুমকি দিচ্ছিল পাওনাদার।
সোমবার সকালে ব্যবসার কাজেই বাড়ি থেকে বেরিয়েছিলেন সরিফ। সন্ধের দিকে মোবাইলে ফোন করেন স্ত্রী। কিছু ক্ষণ বেজে যাওয়ার পরে ফোন বন্ধ করে দেওয়া হয়। এ দিন সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বলখেলার মাঠের পাশে নির্মীয়মাণ একটি বাড়ির মধ্যে লোহার রডের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলতে দেখা যায় সরিফকে। |
মায়ের কোলে পিতৃহারা সন্তান। |
দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়। দেহ আটকে জিটি রোডে অবরোধ চলে। মিনিট পনেরো পরে ওসি প্রদীপ দাঁয়ের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। পুলিশ জানিয়েছে, সরিফের জামাকাপড় ছেঁড়া ছিল। মৃত্যুর আগে ধস্তাধস্তি হয়েছে বলেই মনে করা হচ্ছে। মেহেতাজের কথায়, “কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন উনি। টাকা ফেরত চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল। সে কারণেই খুন করা হয়েছে।” ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল জানিয়েছেন, তদন্ত চলছে। |