এগারো মাস ধরে নিখোঁজ ছিল। তার পরে একা একাই বাড়ি ফিরল এক কিশোরী। সোমবার সন্ধ্যায় সাঁইথিয়া থানার আমোদপুর এলাকার ঘটনা। বাড়ি ফিরেই সে এলাকারই এক যুবকের বিরুদ্ধে তাকে পাচার করে দেওয়ার অভিযোগ করেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, ইতিমধ্যেই ওই কিশোরীকে পাচারের অভিযোগে তরুণ দাস নামে ওই যুবক গ্রেফতার হয়েছে। তিনি এখন জামিনে মুক্ত। মঙ্গলবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ওই কিশোরীকে আপাতত একটি সরকারি হোমে রাখার নির্দেশ দিয়েছেন। ওই কিশোরী আজ, বুধবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবে। জেলার পুলিশ সুপার সি সুধাকর জানিয়েছেন, ওই ঘটনায় অভিযুক্তদের আগেই গ্রেফতার করা হয়েছিল। মামলা শুরুও হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত ডিসেম্বর মাস থেকে নিখোঁজ ছিলেন। তখন ওই কিশোরীর বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন। তাঁর দাবি, কয়েক মাস পরে মেয়েরই এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন, মেয়ে নিখোঁজ হওয়ার দিন গ্রামেরই যুবক তরুণ (সম্পর্কে কিশোরীর কাকা) তাকে পৌষমেলা দেখাতে নিয়ে যাবে বলে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিল। তা জানতে পেরে গ্রামবাসী তরুণের বাড়িতে চড়াও হন। সে ঘটনার কথা স্বীকারও করে বলে কিশোরীর বাবার দাবি। যদিও পুলিশ আসার আগে তরুণ বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন ওই ঘটনায় তার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। পরে সে নিজেও পুলিশের হাতে ধরা পড়ে। যদিও এত দিনেও পাচার হয়ে যাওয়া কিশোরীকে পুলিশ খুঁজে আনতে পারেনি। গ্রামবাসীদের দাবি, তরুণ দীর্ঘ দিন ধরেই মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। ওই কিশোরী বাড়ি ফিরেছে জানতে পেরেই অভিযুক্ত তরুণ ফের গ্রাম ছেড়ে পালিয়েছে বলে মেয়েটির বাবা জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় ওই কিশোরী হঠাৎই বাড়ি ফিরে আসে। তার অভিযোগ, “রাজি না হলেও তরুণ কাকা আমাকে জোর করে শান্তিনিকেতনে মেলা দেখাতে নিয়ে যায়। কিন্তু ট্রেনের মধ্যে আমাকে কিছু একটা খাইয়ে দেওয়ায় আমি অচেতন হয়ে পড়ি। ঘুম ভাঙতে দেখি বর্ধমান স্টেশনে আছি।” পরে তাঁকে দুই যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হয়। তারপরে তাকে নেপালের কোনও গ্রামে নিয়ে যাওয়া হয় বলে ওই কিশোরী জানিয়েছে। সেখান থেকেই দু’ দিন আগে কোনও রকমে চোখে ধুলো দিয়ে সে পালাতে সক্ষম হয়। এ দিন মেয়েটির বাবা আক্ষেপ, “মেয়ে ফিরতেই বাড়িতে উৎসব শুরু হয়েছিল। ভেবেছিলাম এ দিন ভাল করে ভাইফোঁটা করব। কিন্তু আইনি জটিলতায় মেয়ে হোমে থাকায় তা এখনই করা গেল না।” ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত তরুণ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। |