বিসর্জন দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। পুলিশ জানিয়েছে, তার নাম সাহেব দুলে (২)। সোমবার বিকেলে ভাতারের বড়বেলুন গ্রামে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হয়েছে সাহেবের বাবা ভূষণ দুলে, মা ঠান্ডি দুলে ও দুই দিদি বিউটি ও সোনালীও। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ভাতারের বড়বেলুন গ্রামে বড়মা কালীর বিসর্জন দেখতে সপরিবারে গিয়েছিলেন স্থানীয় পালার গ্রামের বাসিন্দা ভূষণবাবু। সন্ধ্যায় ভ্যানোয় চেপে ফেরার পথে স্থানীয় কুলনগর শুড়িখানার কাছে একটি মোটরবাইকের ধাক্কা লাগে। উল্টে যায় ভ্যানোটি। ইঞ্জিনের গরম তেল-জল গায়ে পড়ে পুড়ে যায় সাহেব। তাঁদের প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় সাহেবের।
|
তৃণমূলের অফিস থেকে চুরি হয়ে গেল বেশ কিছু জিনিসপত্র। সোমবার রাতে পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়ার ঘটনা। তৃণমূল সূত্রে খবর, নগদ টাকা ও বেশ কিছু জিনিসপত্র খোয়া গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা প্রণব রায়চৌধুরী অভিযোগ করেন, রাতে ওই কার্যালয়ের শৌচাগারের জানলা ভেঙে দুষ্কৃতী ঢুকেছিল। পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।
|
বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন এবং এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা ২৯ অক্টোবর একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ৬ নভেম্বর থেকে কোনও বাসই আর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তিনকোনিয়া বাসস্ট্যান্ডে ঢুকতে পারবে না। ৭ নভেম্বর থেকে শহরের দুই প্রান্তের দু’টি ব্যাসস্ট্যান্ড ব্যবহার করতে হবে বাস মালিকদের। সেই মতো আজ, বুধবার শেষ হচ্ছে তিনকোনিয়া বাসস্ট্যান্ডের মেয়াদ। এ বিষয়ে মঙ্গলবার স্বরূপবাবু বলেন, “মনে হয় বাসস্ট্যান্ডটি বন্ধ হবে।” জেলাশাসক বলেন, “বাসস্ট্যান্ড বন্ধ করা হবে কি হবে না, তা দেখার দায়িত্ব পুরসভার।” |