নজরবন্দি মেদিনীপুর

ওয়ার্ড নম্বর ৩
• পানীয় জল: সব জায়গায় জল সরবরাহ নিয়মিত নয়। গ্রীষ্মে সমস্যা বাড়ে।
নজরুলপল্লি-সহ কিছু এলাকায় ট্যাপকল দরকার।
• নিকাশি: দেশবন্ধুনগর, উদয়পল্লির মতো এলাকায় নিকাশি নালা মজে গিয়েছে।
বৃষ্টি হলে নালার জল রাস্তায় উঠে আসে।
• রাস্তাঘাট: আদিবাসীপাড়া-সহ কিছু এলাকার রাস্তা এখনও কাঁচা।
পুলিশ কোয়ার্টারের রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে।

দেশবন্ধুনগরে বেহাল রাস্তা, নর্দমাও কাঁচা।
• জঞ্জাল সাফাই: রাস্তার পাশে ভ্যাট রয়েছে। তবে নিয়মিত তা সাফাই হয় না।
অশোকনগরে ভ্যাটের আবর্জনা রাস্তায় নেমে আসে।
• পথবাতি: মধুসূদননগর, দেশবন্ধুনগরের মতো এলাকায় পর্যাপ্ত
পথবাতি নেই। সন্ধের পর পথ চলতে সমস্যা হয়।
যুযুধান
সঞ্জীব সাহা
দলের ওয়ার্ড সভাপতি।
সঙ্গে রঙিন মাছের ব্যবসা।
পুরভোটে এ বারই প্রথম।
কুমারেশ দত্ত,
অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই পরিচিত।
পুরভোটে এই প্রথম বার।
জয়ন্ত মজুমদার,
ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর।
পেশায় প্রাথমিক শিক্ষক।
দলের লোকাল কমিটির সদস্যও।

ওয়ার্ড নম্বর ৪
• পানীয় জল: ডাঙরপাড়া, ভুঁইয়াপাড়ায় পর্যাপ্ত ট্যাপকল নেই।
সুতোর মতো জল পড়ে। রাস্তার কলে লম্বা লাইন চেনা ছবি।
• নিকাশি: ওয়ার্ডে ১১টি বস্তি। তবে সেখানে সে ভাবে নিকাশি
গড়ে ওঠেনি। বৃষ্টি হলে বস্তি এলাকায় জল দাঁড়িয়ে যায়।

আবর্জনার স্তূপ জমেছে তাঁতিগেড়িয়ায়।
• রাস্তাঘাট: মধ্যপাড়া, ভুঁইয়াপাড়ার কয়েকটি রাস্তা সংস্কারের অভাবে বেহাল।
প্রমোদনগর, অশোকনগরে রাস্তা তুলনায় ভাল।
• জঞ্জাল সাফাই: তাঁতিগেড়িয়া, অশোকনগরে ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না।
আবর্জনা রাস্তায় নেমে আসায় দুর্ভোগে বাড়ে।
• পথবাতি: বস্তি এলাকার রাস্তায় যথেষ্ট সংখ্যক আলো নেই।
কিছু পথবাতি অকেজো। অন্ধকারে সমস্যায় পড়েন স্থানীয়রা।
যুযুধান
ভারতী সরেন
পুরভোটে নতুন মুখ।
এমনিতে গৃহবধূ। এলাকায়
তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত।
মিনতি মাণ্ডি,
এই গৃহবধূও ভোটের লড়াইয়ে
নতুন মুখ। এলাকায় দলের
সমর্থক হিসেবে পরিচিত।
কাজলমণি মুর্মু,
বিদায়ী কাউন্সিলর।
পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা।
আর দলে লোকাল কমিটির সদস্যা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.