মণ্ডপে ঢল বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রবিবার সন্ধ্যা থেকে বালুরঘাটে কালী পুজো মণ্ডপগুলিতে প্রতিমা দেখতে দর্শনার্থীর ভিড় উপচে পড়ে। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বালুরঘাট ক্লাবের মণ্ডপ পাকিস্তানের হিন্দুমাতার মন্দিরের আদলে তৈরি। তা দেখতে গ্রামগঞ্জ থেকে মানুষ ভিড় করেন। পাশেই সাড়ে তিন নম্বর ক্লাবের মণ্ডপে মন্দিরের নকশা ও কালী প্রতিমায় অভিনবত্ব দর্শনার্থীকে আকৃষ্ট করে। মিলনতীর্থ ক্লাবের মণ্ডপ তৈরি হয়েছে কার্টুন জগতের থিমে ছোটা ভীম, চুটকি, কালীয়াদের সঙ্গে ডোরেমন, মিকি ও টম জেরির মডেল দিয়ে। হাঁদাভোদা, স্পাইডারম্যান, বাটুঁল বা অরণ্যদেবের মডেল দিয়ে সাজানো সে মণ্ডপে বিকাল থেকে কচিকাঁচাদের ভিড়। হিলি মোড়ে যুবশ্রী, খেয়ালি সঙ্ঘ এবং রঘুনাথপুরে মিলন সঙ্ঘ, স্বাস্থ্যসম্পদ ক্লাব, চকভৃগুর প্রিন্স ক্লাবে রাত অবধি ছিল দর্শনার্থীদের ভিড়।
|
দুর্ঘটনায় শিশুমৃত্যু, পাঁচ ঘণ্টা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে যন্ত্র চালিত ভ্যানের ধাক্কায়। এই ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা ধরে দেহ আটকে পথ অবরোধ করে রাখেন বাসিন্দারা। রতুয়ার উত্তর বালুপুরে রতুয়া-ভালুকা রাজ্য সড়কের উপর রবিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম মল্লিকা মণ্ডল। তার বাড়ি বিহারের কাটিহারে, কালীপুজোয় মায়ের সঙ্গে বালুপুরে মামাবাড়ি এসেছিল সে।
|
কালী পুজোর রাতে জুয়ার ঠেকে হানা দিয়ে ১১ জন জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে তাদের ধরা হয়। জুয়ার বোর্ড থেকে সাড়ে তিন হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। |