|
|
|
|
৩০০ স্কুলের হিসেবে গরমিলের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের গত বাম বোর্ডের বিরুদ্ধে স্কুল গুলিকে অর্থ সাহায্যের নামে দেওয়া ৫৯ কোটি টাকার হিসাবে গরমিলের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদ কর্তৃপক্ষ ওই টাকার হিসাব না পেয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। পরিষদ সূত্রের খবর, গত ২০০৩-০৪ সাল থেকে ২০১২-১৩ সালে জেলা পরিষদের ক্ষমতায় থাকাকালীন বামেরা জেলার ৩০০টি স্কুলকে ওই অর্থ সাহায্য দেয়। স্কুলগুলি টাকা পেলেও এখনও জেলাপরিষদে হিসাব দাখিল করেনি বলে অভিযোগ।
জেলাপরিষদ কর্তৃপক্ষের সন্দেহ, টাকা আত্মসাতের উদ্দেশ্যে হিসাব দাখিল সঠিকভাবে করা হয়নি। জেলাপরিষদের তৃণমূল সভাধিপতি ললিতা টিগ্গা বলেন, “পুজোর ছুটির পরই সংশ্লিষ্ট স্কুলগুলিকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে হিসাব চাওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব দাখিল করা না হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগ প্রসঙ্গে সিপিএম নেত্রী তথা প্রাক্তন সভাধিপতি মাগদালিনা মুর্মু বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হচ্ছে। নিরপেক্ষভাবে তদন্ত হলেই সত্য বার হয়ে আসবে।”
দক্ষিণ দিনাজপুর জেলা তৈরির সময় থেকেই জেলাপরিষদের ক্ষমতায় ছিল সিপিএম। ওই সময়কালের মধ্যে বহুবার বিরোধীরা একাধিক প্রকল্প রূপায়ণে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। জেলা পরিষদের তৃণমূল দলনেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পালের অভিযোগ, “ক্ষমতায় আসার পর বিষয়টি নজরে আসে। ৫৯ কোটি টাকা স্কুলগুলিকে সাহায্য করা হয়। স্কুলগুলি আদৌও টাকা খরচ করেছে কি না সন্দেহ। টাকার হিসাব জেলা পরিষদে নেই।”
জেলা পরিষদ সূত্রের খবর, ওই টাকা পেয়ে যে সমস্ত স্কুল এখনও হিসাব দাখিল করেনি, সেই সব স্কুলের প্রধান শিক্ষকদের ছুটি বাতিল করতে সংশ্লিষ্ট দফতরকে বলা হবে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকেরাও রেহাই পাবেন না বলে জানানো হয়েছে। |
|
|
|
|
|