কংগ্রেস সদস্যকে মারধর
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর ও মানবাজার |
নিমন্ত্রণ বাড়িতে সামনে পেয়ে এক কংগ্রেস সদস্যকে মারধর করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। রবিবার দুপুরে কোতুলপুর থানার মির্জাপুর গ্রামের ঘটনা। জখম কংগ্রেস কর্মী বিশ্বনাথ বাগ কোতুলপুরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁর অভিযোগ, “আমি কংগ্রেস করি বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের আমার উপর রোষ ছিল। নিমন্ত্রণ বাড়িতে এক তৃণমূল কর্মী আগে আমার বাবা ও মাকে মারধর করে। পরে আমাকে বেদম মারধর করে। পুলিশের কাছে অভিযোগ করেছি।” স্থানীয় কংগ্রেস বিধায়ক সৌমিত্র খাঁ-র ক্ষোভ, “এভাবে আমাদের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূলের কর্মীরা। আমি পুলিশকে বিষয়টি দেখতে বলেছি।” অভিযুক্ত তৃণমূল কর্মী সত্য রায়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি প্রবীর গড়াই বলেন, “ব্যক্তিগত ঝামেলা থেকে মারপিট হতে পারে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”
|
বাঁকুড়ায় দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পায়খানার খোলামুখ চেম্বার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে বাঁকুড়া সদর থানার কাঠজুড়িডাঙা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত তপন লক্ষ্মণ (৪২) কাঠজুড়িডাঙার বাসিন্দা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি কোনও ভাবে ওই চেম্বারের ভিতরে পড়ে যান। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়।
|
গাড়ির ধাক্কায় মত্যু হল এক তরুণের। গুরুতর জখম হলেন একজন। মৃতের নাম সঞ্জয় বাউরি (১৯)। বাড়ি রঘুনাথপুর থানার ধানাড়া গ্রামে। জখম ওই গ্রামেরই বাসিন্দা নীলাম্বর বাউরিকে পাঠানো হয় রাঁচির একটি হাসপাতালে। শুক্রবার রাতে পাড়া থানার আনাড়া থেকে বাজার করে মোটরবাইকে ফিরছিলেন ওই দু’জন। পথে গাড়ি থামিয়ে রাস্তা পেরিয়ে দোকানে যাওয়ার সময়ে রান্নার গ্যাস সিলিন্ডারবাহী মিনি-ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয়ের। পুলিশ গাড়ি-সহ চালককে আটক করেছে। |