রাইপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য দ্রব্য সরবরাহে অভিযুক্ত শৈলেন গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। রবিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা থেকে বাঁকুড়া জেলা পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ সোমবার তাঁকে খাতড়া আদালতে তোলার কথা।
জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “শৈলেনকে আমরা গ্রেফতার করেছি। ঘটনার তদন্ত চলছে।” গত ২২ অক্টোবর রাইপুরের বিডিও দীপঙ্কর দাস রামচন্দ্রপুর শবর পাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে অতি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে দেখে তিনি সবুজবাজারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুদামঘরে পরিদর্শনে যান। বিডিও-র অভিযোগ, গুদামে তিনি কেন্দ্রীয় সরকারের পাঠানো চালের বদলে বাজার চলতি নিম্নমানের চাল মজুত দেখেন। পরদিন তিনি শৈলেন ও রাইপুর ব্লকের সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক সিমসন মুর্মু, ওই গুদামের স্টোর কিপার নুরুল আজিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, শৈলেনবাবু শুধু রাইপুর ব্লকেই নয়, দক্ষিণ বাঁকুড়ার খাতড়া, সিমলাপাল, সারেঙ্গা, তালড্যাংরা, রানিবাঁধ, হিড়বাঁধ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও খাদ্য সরবরাহ করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ওই ব্লকগুলিতে খাদ্য সরবরাহের দায়িত্বে রয়েছেন। অভিযোগ হওয়ার পর থেকে শৈলেন বাড়িতে ছিলেন না। তাঁর সন্ধানে পুলিশ সারেঙ্গার বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। পুলিশের একটি সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে এতদিন জেলার বাইরে বন্ধুবান্ধবদের বাড়িতে ঘুরে ঘুরে দিন কাটাচ্ছিলেন তিনি। অন্য রাজ্যে চম্পট দেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন। তার আগেই ফোনের নেটওয়ার্কের সূত্র ধরে পুলিশ তাঁকে ধরে ফেলে। রাইপুরের বিডিও বলেন, “শৈলেনবাবু গ্রেফতার হয়েছে বলে শুনেছি। বাকি দুই অভিযুক্তকে শো-কজ করা হয়েছে।” |