জেলা জুড়ে উৎসবের নানা রঙ
শ্যামা মায়ের আরাধনা চলল জেলা জুড়ে। ঢল নামল পাড়ায় পাড়ায়। কোথাও থিম কোথাও সাবেকিয়ানা। শনিবার রাতে কালীপুজোর নানা রঙে মাতলেন জেলাবাসী। এমনিতে বেশ কয়েক বছর আগে থেকেই বীরভূমেও বড় বাজেটের কালীপুজো শুরু হয়েছে। এ ব্যাপারে সবার প্রথম এগিয়ে এসেছিল সিউড়ির সোনাতোড় পাড়ার ত্রাণ সমিতি। পরে সিউড়ির মৌমাছি ক্লাব ও রেড রোজ আড়ম্বরপূর্ণ ভাবে কালীপুজো আয়োজন করা শুরু করে।
আলোয় আলোয়
সিউড়ি রবীন্দ্রপল্লি কালীমন্দিরে আলোকসজ্জা। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
জাঁকজমকপূর্ণ কালীপুজোয় পিছিয়ে ছিল না দুবরাজপুরের মাদৃক সঙ্ঘ বা জনকল্যাণের মতো ক্লাবগুলিও।
বীরভূমের শেষ প্রান্ত মুর্শিদাবাদ লাগোয়া মুরারইয়ের জাজিগ্রাম কালীপুজোর গ্রাম হিসেবেই পরিচিত। সেখানে বেশ কিছু কালী নানা রূপে পূজিতা হন। পুজো উপলক্ষে মেলাও বসে। দূর-দূরান্তের লক্ষাধিক পর্যটক গ্রামে ভিড় জমান। তেমনই ভিড় জমে রামপুরহাটের উদয়পুর গ্রামের ডাকাত কালী বলে প্রচলিত দেখুরিয়ার ষোল হাত কালীপুজো দেখতে। একই সঙ্গে দুবরাজপুরের লোবা কালী মন্দিরে, পাহরেশ্বরের শ্মশানকালী, সাঁইথিয়ার নিরিসা, সিউড়ির ইন্দ্রগাছিয়া বা ইনগাছা, সিউড়ির ভবতারিণীর মন্দিরে (দক্ষিণেশ্বরের আদলে তৈরি স্থায়ী মূর্তি) পুজো দিতে দর্শনার্থীদের রাতভোর আনাগোনা হয়েছে।
বোলপুরে ভুবনডাঙা তরুণ সমিতির কালীপুজো মণ্ডপ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে থিম পুজোও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন সিউড়ির সুভাষ পল্লির সর্বজনীন কালীমন্দিরের পুজো। পাটকাঠির তৈরি মণ্ডপে সর্বত্র ছড়িয়ে রয়েছে কৃষ্ণ ও কালী মূর্তির প্রতিচ্ছবি। ওই পুজো এ বার পঁচিশ বছরে পড়ল। তেমনই সিউড়ির মালঞ্চ ক্লাবের ৫৩ বছরের পুরনো পুজোর থিম এ বার কলসুন্দরী। অর্থাৎ মা কালী বারোটি হাত মেলে পদ্মের উপরে বসে আছেন. ওই ক্লাব প্রতি বছরই নতুন থিমে কালীর বিভিন্ন রূপে পুজো করে আসছে. এতদিন ওই থিম জুগিয়ে এসেছিলেন জেলার বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ প্রয়াত অর্ণব মজুমদার।
দুবরাজপুরে বাড়িতে চলছে প্রদীপ
জ্বালার কাজ। ছবি: দয়াল সেনগুপ্ত।
কীর্ণাহারে অ্যাথলেটিক ক্লাব গত দু’ বছর ধরে কালী পুজো করে আসছে। এ বারের থিম গ্রাম। গ্রামে মাটির ঘরে দেবী প্রতিষ্ঠিত। অনেকটা সাধক রামপ্রসাধের বেড়া বাঁধার মতো। রবিবার ওই ক্লাবের পক্ষ থেকে স্থানীয় মৃৎশিল্পী উত্তম মেটে সংবর্ধনাও দেওয়া হয়। সব মিলিয়ে উৎসবের মরসুমে মজে রয়েছে আপামর বাঙালি।
সিউড়ির সুভাষপল্লি কালীমন্দির কমিটির মণ্ডপ।—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.