চার দিনের মধ্যে দু’বার জকোভিচের বিরুদ্ধে লড়তে হওয়ায় ফেডেরার উদ্দীপিত। অপ্রত্যাশিত লাইন-আপ তৈরির পিছনে সোমবারই লন্ডনের ইন্ডোর হার্ডকোর্টে শুরু এটিপি বিশ্ব ফাইনালসে একই গ্রুপে দুই মহারথীর পড়ে যাওয়া। পেশাদার ট্যুরে মরসুমের সেরা আট মহারথীকে (সিঙ্গলস-ডাবলস দু’বিভাগেই) নিয়ে বছর শেষে পুরুষ টেনিসের এই বিশ্বচ্যাম্পিয়নশিপ। যা সবচেয়ে বেশি বার (৬) জিতেছেন ফেডেরার। কিন্তু এ বার সবার শেষে (৩০ অক্টোবর) যোগ্যতা অর্জন করেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে যাওয়া তারকা, প্যারিস মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে ওঠার সুবাদে। প্যারিসেই শনিবার সেমিফাইনালে এক সেট এগিয়ে থেকেও ফেডেরার হারেন জকোভিচের কাছে। যে ম্যাচ দেখতে ভিআইপি গ্যালারিতে ছিলেন প্যারিস সাঁ জা তথা সুইডেনের বিস্ময় গোল স্কোরার ইব্রাহিমোভিচ। জেতার পর জোকারকে কোর্টের ভেতর ঢুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান ইব্রা। তার পর র্যাকেট হাতে কয়েক মিনিট খেলেনও জকোভিচের বিপক্ষে! |
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের আগে ডিনারে রাদেক
স্টেপানেকের সঙ্গে লিয়েন্ডার পেজ। লন্ডনে। ছবি: এএফপি। |
এটিপি বিশ্ব ফাইনালসে ‘বি’ গ্রুপ-ই এ বার কঠিন সিঙ্গলস-ডাবলস দু’বিভাগেই। জকোভিচ, ফেডেরারের সঙ্গে পড়েছেন দেল পোত্রো-ও। চতুর্থ প্লেয়ার আহত অ্যান্ডি মারের পরিবর্তে সুযোগ পাওয়া গাস্কে। ‘এ’ গ্রুপে নাদাল, ফেরারের সঙ্গে আছেন বার্ডিচ আর ওয়ারিঙ্কা। মঙ্গলবার জকোভিচ-ফেডেরার মহালড়াই ছাড়াও নাদাল-ফেরার ম্যাচ আছে। গতকালই প্যারিসে নাদালকে সেমিফাইনালে হারিয়ে ফেরার এ বারের ফরাসি ওপেন ফাইনালে হারের শোধ তোলেন। বস্তুত দশ সাক্ষাতে নাদালের এটাই স্বদেশীয় ফেরারের হাতে প্রথম হার!
ডাবলসে আবার ‘বি’ গ্রুপে বিশ্বের প্রথম তিন জুড়ি বব-মাইক ব্রায়ান, পিয়া-সোয়ারেজ আর ডডিগ-মেলোর সঙ্গে পড়ে গিয়েছেন লিয়েন্ডার-স্টেপানেক। মঙ্গলবার লি-দের প্রথম ম্যাচ পিয়া-সোয়ারেজের সঙ্গে। যাঁদের যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে হারিয়েই চলতি মরসুমের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা পান লিয়েন্ডাররা। ‘এ’ গ্রুপে আছে কুরেশি-রজার, ফ্রিস্টেনবার্গ-মাটকোস্কি, গ্রানোলার্স-লোপেজ আর ভার্দাস্কো-মারেরো জুড়ি। |