টানা চার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া তারকাকে আরও একটা রেস জেতার পর টিম-প্রধান ঠিক কী বলে অভিনন্দন জানাতে পারেন?
উত্তর, “এ বারের জরিমানা কিন্তু তুমি নিজের পকেট থেকে দেবে!”
নয়ডার বুদ্ধ সার্কিটে জিতে নিজের গাড়ি ‘হাংরি হেইদি’কে ভুঁই চরকি করে ঘোরানোর জন্য পঁচিশ হাজার ইউরো জরিমানা হয়েছিল সেবাস্তিয়ান ভেটেলের। ঠিক এক সপ্তাহ পরে আবু ধাবির ইয়াস মারিনা সার্কিটে আগাগোড়া কর্তৃত্ব করে টানা সাত নম্বর রেসটা জেতার পরে ঠিক একই ‘অপরাধ’ আবার করলেন জার্মান জাদুকর। রেসের শেষে রেড বুল প্রধান ক্রিশ্চিয়ান হর্নারের মন্তব্যটা তাতেই। ভেটেল বোঝালেন, অবিশ্বাস্য সাফল্যের ডানায় ভর দিয়ে এই মুহূর্তে যে তুরীয় মেজাজে বিচরণ করছেন, জরিমানার চোখরাঙানিতে সেটা মিইয়ে যাওয়ার নয়।
গাড়ি থেকে নেমে ছাব্বিশের কিংবদন্তি সবার আগে ছুটে গিয়েছিলেন জার্মানি থেকে এখানে আসা তাঁর বাবা-মায়ের কাছে। পরে সাংবাদিক বৈঠকে এসে অবশ্য ফের ‘ডোনাট স্পিন’ করা নিয়ে হেসে বললেন, “টেকনিক্যালি এ বার নিয়ম ভেঙেছি বলে মনে হচ্ছে না। রেসের শেষে গাড়ি নির্দিষ্ট জায়গায় এনে থামিয়েছি, নিয়ম অনুযায়ী জ্বালানির নমুনাও দিতে পেরেছি। আশা করি শাস্তি হবে না। যতদূর জানি, বুদ্ধ সার্কিটে গাড়িটা ট্র্যাকের মাঝখানে পার্ক করাতেই যত গোলমাল হয়!” |
ট্রফিতে চুমু। রবিবার রেস শেষে। ছবি: এপি। |
মরসুমে নিজের টানা সাত নম্বর রেসটা জিতে মাইকেল শুমাখারের টানা সাত রেস জেতার রেকর্ড স্পর্শ করলেন। শুমাখারের এক মরসুমে ১৩ রেস জয়ের রেকর্ডও আর নিরাপদ নয়, আজ ১১ নম্বরটা জিতলেন ভেটেল। টানা নয় রেস জেতার ৬০ বছরের পুরনো রেকর্ড আলবের্তো আস্কারির। সেটাও ভাঙল বলে।
আজ রেড বুলের মার্ক ওয়েবার পোল থেকে রেশ শুরু করায় অনেকে ভেবেছিলেন অস্ট্রেলীয়ের সঙ্গে ভেটেলের লড়াই হয়তো জমবে। কিন্তু বিদ্ধ সার্কিটে যান্ত্রিক ত্রুটিতে রেস ছাড়তে বাধ্য হওয়ার আগে পর্যন্ত ভেটেলের উপর ওয়েবার যে চাপটা রেখে গিয়েছিলেন, এ দিন সেটাও পারলেন না। স্টার্টেই ওয়েবারকে পিছনে ফেলে এক নম্বরে চলে আসেন ভেটেল। শেষ করলেন দ্বিতীয় ওয়েবারের থেকে প্রায় ৩১ সেকেন্ড আগে। ভেটেল নিজেও মানছেন, তাঁর এ দিনের গতি “ভয় ধরানো” ছিল। তবে গতির দুনিয়ায় জার্মানের এখন যা দাপট, বলা হচ্ছে ভেটেল রেসের মাঝে চা-বিরতি নিলেও জিতবেন।
তৃতীয় হলেন মার্সিডিজের নিকো রোজবার্গ। ফলে নির্মাতাদের যুদ্ধে দ্বিতীয় স্থানের লড়াইয়ে মার্সিডিজ ১১ পয়েন্টে এগিয়ে গেল ফেরারির থেকে। ইতালীয় দল অবশ্য টানা ৬৫ রেসে পয়েন্ট পেয়ে ফর্মুলা ওয়ানে নতুন নজির গড়ল।
এ দিকে, দুর্দান্ত রেস স্ট্র্যাটেজির জোরে বুদ্ধ সার্কিটের পর এখানেও পয়েন্ট তুললেন সহারা ফোর্স ইন্ডিয়ার দুই চালকই। পল ডি রেস্টা ষষ্ঠ (৮) আর আদ্রিয়ান সুটিল দশে (১) শেষ করায় দল পেল ৯ পয়েন্ট। ফলে ষষ্ঠ হওয়ার যুদ্ধে স্যবার টিমের থেকে ভারতীয় দল ৩২ পয়েন্টে এগিয়ে গিয়ে আপাত অনেকটাই স্বস্তিতে। |