সচিন তেন্ডুলকরের অবসর নিতে আরও সপ্তাহ দুয়েক বাকি আছে। আর তাঁর বিদায়ের আগেই ভারতীয় ব্যাটিং লাইনে দু’ দু’জন সচিন দেখছে অস্ট্রেলিয়া!
প্রায় গোটা সিরিজ জুড়েই ভারতীয় ব্যাটসম্যানদের কাছে খেতে হয়েছে বেধড়ক ঠ্যাঙানি। আর তার জেরেই বোধহয় ভারতীয় ব্যাটিং লাইন আপে এখন সচিনের ছায়া দেখছে অস্ট্রেলিয়া। তা সে এই সিরিজের অধিনায়ক জর্জ বেইলিই হোক বা প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।
ওয়ান ডে-র নতুন নিয়মে ঝুড়ি ঝুড়ি রান উঠছে বলে যতই চেঁচামেচি হোক না কেন, চিন্নাস্বামীতে রোহিতের বিস্ফোরক ইনিংসের পর কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছেন বিপক্ষ অধিনায়ক। “অসাধারণ ইনিংস। গোটা সিরিজ জুড়েই তো দারুণ খেলল। টপ অর্ডারে রোহিত ক্রমশ উন্নতি করছে। সচিন অবসর নেওয়ার পর ফাঁকা জায়গাটা ভরাট করার অন্যতম দাবিদার রোহিত,” বলে দেন বেইলি। পাশাপাশি মুম্বইয়ের ব্যাটসম্যান যে ভাবে বেঙ্গালুরুতে নিজের ইনিংসটা সাজিয়েছেন, তার প্রশংসা করেন বেইলি। তিনি বলেন, “একটা ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটা ও ভেঙে দিয়েছে। ইনিংসের শুরুতে কিন্তু এতটা বিস্ফোরক ছিল না। সেঞ্চুরি করার সময় ওর রান আর বলের সংখ্যা প্রায় একই ছিল। তার পরের ১০০ রানটা প্রচণ্ড তাড়াতাড়ি করে ফেলল।” |
ইয়ান চ্যাপেল আবার মুগ্ধ বিরাটে। একটি ওয়েবসাইটে তিনি বলেন, “তেন্ডুলকর অবসরের পথে। অস্ট্রেলিয়ার প্রাক্তন বা বর্তমান বোলাররা সেটা দেখে হয়তো স্বস্তির শ্বাস ফেলছে। কিন্তু বলে রাখি সেটা ভাবাটা বোধহয় ঠিক হবে না। কারণ বিরাট কোহলি সদ্য যে দুটো সেঞ্চুরি করে টিমকে জিতিয়েছে সেটা দেখলে কিন্তু ১৯৯৭-’৯৮ শারজা সিরিজে তেন্ডুলকরের ব্যাটিংয়ের কথা মনে পড়ে যায়।” চ্যাপেল আরও যোগ করেন, “শুধু সচিনের ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটাই নয়, বিপক্ষের এক নম্বর টার্গেট হওয়ার ব্যাপারটাও বিরাটই দখল করবে। বিদায়ের পথে থাকা রাজাকে (সচিন) দীর্ঘদিন সবাই মনে রাখবেন তাতে সন্দেহ নেই। তার সঙ্গে সঙ্গে রাজকুমারের (বিরাট) প্রশংসাও না করে উপায় নেই। কারণ বিরাট এখন বোলারদের ত্রাস।”
সচিনের শারজায় দুটো সেঞ্চুরির সঙ্গে বিরাটের শেষ দুটো সেঞ্চুরির তুলনা করতে গিয়ে চ্যাপেল বলেন, “সচিনের শারজায় প্রথম সেঞ্চুরিটা এমন একটা পরিস্থিতিতে এসেছিল যেখানে ভারতকে ফাইনালে উঠতে হলে দুর্দান্ত খেলতে হত। আর ফাইনালের সেঞ্চুরিটা টিমকে অসাধারণ একটা জয় এনে দিয়েছিল। আমার দেখা সচিনের সেরা দুটো ওয়ান ডে ইনিংস এই দুটোই। সচিনের মতো কোহলির সেঞ্চুরি দুটোও দুরন্ত। দুটোতেই ভারত জিতেছে। রান তাড়া করা দারুণ কঠিন হলেও কোহলি সেটাই সহজ করে তুলতে সিদ্ধহস্ত হয়ে উঠছে।” |