|
|
|
|
বাংলা-সহ ছ’রাজ্যে ফের ইন্দিরা জমানার ২০ দফা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্যে ফের প্রধানমন্ত্রীর বিশ দফা কর্মসূচি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
গ্রামীণ এলাকায় স্থায়ী পরিকাঠামো তৈরি ও বেকারদের হাতে কাজ পৌঁছে দিতে ইন্দিরা গাঁধীর জমানায় বিশ দফা কর্মসূচি নেওয়া হয়েছিল। পরে ১৯৮২ সালে তা ঢেলে সাজা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে বাম জমানায় ধীরে ধীরে সেই কাজ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের সঙ্গে তৃণমূল সাংসদরা এ নিয়ে সংসদে সরব হন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে সক্রিয় হন। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে বিশ দফা কর্মসূচি চালু হলে মমতা সরকারের তাতে কোনও আপত্তি নেই।
মনমোহন সরকার সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ আগ্রহী ছ’টি রাজ্যে নতুন করে প্রধানমন্ত্রীর বিশ দফা কর্মসূচি রূপায়ণের কাজে জোর দেওয়া হবে। প্রশ্চিমবঙ্গে এ কাজের দায়িত্ব দেওয়া হবে রাজ্যের কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে। এই সংস্থার কর্মীরা সরকারি কর্মচারীর স্বীকৃতি পাবেন। ওই সংস্থার কর্মী সংখ্যা এখন ৪,২০০ থেকে বেড়ে ৬,৫০০-তে এসে পৌঁছেছে। গত সপ্তাহে সংস্থার কর্ণধার তরুণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর দফতরের অফিসার জয় প্রকাশ ও যোজনা কমিশনের কর্তারা। তরুণবাবু জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বিষয়ে ফাইল চেয়ে পাঠানো হয়েছিল। অনুমোদনের পর তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির অনুমোদনের পর ছ’টি রাজ্যে কোন কোন সংস্থা এই বিশ দফা কর্মসূচি রূপায়ণের কাজ করবে, তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও পঞ্জাবেও এই বিশ দফা কর্মসূচি রূপায়ণ করতে চলেছে মনমোহন সরকার। সরকারি সূত্রের খবর, চলতি মাসেই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
কী কাজ হবে এই বিশ দফা কর্মসূচির আওতায়? কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বক্তব্য, দারিদ্রসীমার নীচের মানুষের জন্য যে সব কেন্দ্রীয় সরকারি প্রকল্প রয়েছে, মূলত সেগুলিরই তদারকিতে যুক্ত থাকবেন সংস্থার কর্মীরা। কৃষি, গ্রামোন্নয়ন, পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের মতো সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের আলোচনা হয়েছে। যোজনা কমিশনের উপদেষ্টা ভি ভি সাডামাটেও কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্ণধারের সঙ্গে বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গে যেমন দরিদ্রদের উন্নয়নের জন্য কাজ হবে, তেমনই উত্তরপ্রদেশ ও পঞ্জাবে বিশ দফা কর্মসূচির আওতায় মূলত গরিব মহিলাদের উন্নয়নের কাজ হবে। ওড়িশা, ছত্তীসগঢ়ে আদিবাসীদের জন্য কাজ হবে। |
|
|
|
|
|