টুকরো খবর
মিলল বধূর গলা কাটা দেহ
গলা কাটা দেহ উদ্ধার হল এক বধূর। শনিবার সন্ধ্যায় মেমারি থানার বহরমপুর গ্রামের কাছে একটি ফার্মহাউস লাগোয়া মাঠ থেকে অর্চনা ক্ষেত্রপাল (৩০) নামে ওই বধূর দেহ মেলে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে। তার মধ্যে ওই ফার্মহাউসের মালিকও রয়েছেন। তবে রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, মৃতার পরিবারের তরফে খুন ও ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা ওই ফার্মহাউসের মালিক ও কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, ওই ফার্মহাউসের ভেতর কেউ ঘাস কাটতে বা নারকেল গাছের শুকনো পাতা কুড়োতে গেলে ওখানকার শ্রমিকেরা তাদের মারধর করে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, ওই মহিলার সঙ্গেও সেরকম কোনও কারণেই বচসা বাধে। তার থেকেই খুন করা হয় তাঁকে। তাঁরা জানান, ফার্মহাউসের প্রায় গা ঘেঁষেই খেতমজুর ঘরের ওই বধূর দেহ পড়েছিল। এমনকী খুনের আগে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলেও গ্রামবাসীদের অভিযোগ। তবে পুলিশ ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, ফার্মহাউসের বাকি শ্রমিকদের খোঁজ চলছে।

মহিলাদের উত্ত্যক্ত করায় ধৃত ছাত্র নেতা
মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক টিএমসিপি নেতা। টিএমসিপি-র রাজ কলেজ ইউনিটের প্রাক্তন সভাপতি ওই নেতার নাম শেখ সুখচাঁদ। শনিবার রাতে বর্ধমানের বাবুরবাগ এলাকা থেকে পুলিশ তাকে ধরে। বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, ওই দিন পথচলতি কয়েক জন মহিলাকে ওই ছাত্র নেতা ও আরও দু’জন উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ ওঠে। মহিলারা স্থানীয় তৃণমূল সমর্থকদের তা জানাতে তাঁরা ওই দু’জনকে বাবুরবাগ ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু শেখ সুখচাঁদ ও তার সঙ্গী তাতে রাজি না হওয়ায় বচসা বাধে। মারপিটও শুরু হয়। পুলিশ সুখচাঁদকে ধরতে পারলেও অন্য জন পলাতক। তবে সুখচাঁদ গোষ্ঠীর নেতাদের অভিযোগ, তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মোটরবাইকও ভাঙচুর করা হয়েছে। এ ব্যাপারে তাঁরা থানায় অভিযোগও করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

কেতুগ্রামে বোমাবাজি
দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বোমাবাজি হল কেতুগ্রামে। রবিবার দুপুরে বামুনডিহি ও খলিপুরের মাঝে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিছু দিন আগে এই এলাকায় দুই যুবককে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ দিন দু’টি সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। তবে হতাহতের কোনও খবর নেই। শনিবার মঙ্গলকোটের পিন্ডিরা গ্রামেও এলাকা দখলকে কেন্দ্র করে দু’টি দুষ্কৃতী দলের মধ্যে বোমা-গুলির লড়াই হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই ঘটনায় এক জন জখম হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

দোকানে চুরি
চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের এ-জোনের সেকেন্ডারি এলাকায় একটি মোবাইলের দোকানে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দোকানের মালিক বারীন লাহা জানান, খোয়া গিয়েছে দু’টি নতুন মোবাইল, ১৫টি পুরনো সারাই করতে দেওয়া মোবাইল, রিচার্জ কুপন ও নগদ টাকা। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।

কোথায় কী

বর্ধমান

সাংস্কৃতিক অনুষ্ঠান। খোসবাগান। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: খিন্নিতলা দিন সমিতি।

নাটক। খোসবাগান। সন্ধ্যায় ৭টা। উদ্যোগ: ফৌজদারি কালীবাড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.