সচিনে মজেছে পুষ্পাঞ্জলী ও নবারুণ স্পোর্টিং
চিনের স্কুল ক্রিকেট থেকে তাঁর প্রশিক্ষণ জীবন, বিশ্বকাপ থেকে আইপিএল বিভিন্ন ম্যাচে খেলার মূহূর্ত! টেস্ট, ওয়ান ডে ক্রিকেটে কী কী রেকর্ড! পদ্মশ্রী, পদ্মভূষণ, রাজীব গাঁধী খেলরত্ন কবে কোন পুরষ্কার পেয়েছেন! তবলা বাদক সচিন থেকে গল্ফ খেলছে সচিন। ফ্লেক্সের উপর এমনই সব টুকরো ছবি সাজিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। বস্তুত, কালীপুজোর আয়োজনকে ঘিরে এ ভাবেই সচিন তেন্ডুলকরে মজেছেন শিলিগুড়ির পুষ্পাঞ্জলি স্পোর্টিং এবং নবারুণ স্পোর্টিং ক্লাব। স্থানীয় নেতাজি বয়েজ হাই স্কুলের মাঠে দুটি ক্লাব একযোগেই ওই পুজোর আয়োজন করেছে। যেখানে পুজোর আকর্ষণটাই সচিনকে কেন্দ্র করে। উদ্যোক্তারাই জানান, সচিনের মতো ক্রিকেটার অবসর নিতে চলেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাই এ বার পুজোর থিম ঠিক করা হয়েছে সচিন। দুটি ক্লাবের উদ্যোগে ওই পুজো কমিটির সম্পাদক নন্তু দত্ত বলেন, “সচিনের জন্ম থেকে এখন পর্যন্ত তাঁর শেষ খেলা রঞ্জি ম্যাচ সমস্ত ইতিহাসই তুলে ধরা হচ্ছে।” কেমন হয়েছে সেই মণ্ডপসজ্জা? স্কুলের মাঠে ঘেরা জায়গায় পাঁচ ফুট চওড়া, ৬ ফুট লম্বা ফ্লেক্সগুলি ঘটনা পরম্পরায় সাজিয়ে তোলা হয়েছে। উঠে এসেছে সচিনের পরিবারের টুকরো ছবি। ঝাঁকড়া চুলের ১২/১৩ বছরে এক কিশোর স্কুল ক্রিকেটে খেলছে সেই দৃশ্য। রমাকান্ত আরচেকরের কাছে তাঁর ক্রিকেট প্রশিক্ষণ। তার পরেই ক্রিকেট মাঠে তাঁর যাত্রা। ব্যাট হাতে, বোলার হিসাবে, ফিল্ডার হিসাবে তার সাফল্যের কয়েকটি ছবিও স্থান পেয়েছে মণ্ডপের ওই প্রদর্শনীতে। খেলোয়াড় জীবন ছাড়াও কখনও মন্দিরে, কখনও অনাথ শিশুদের মাঝে কখনও বায়ূসেনার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসাবে সেই একই মানুষ। যে ব্যাটে সচিন খেলেন তাঁরই ধাঁচে তৈরি হয়েছে ২৫ ফুটের একটি অতিকায় ব্যাট। তার মাঝে দেবী মূর্তি। যে দিকে তাকানো যাবে সর্বত্রই ক্রিকেটের ‘ভগবান’।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.