টুকরো খবর
অটো উল্টে মৃত এক, জখম পাঁচ
অটো উল্টে মৃত্যু হল এক যাত্রীর। শনিবার সকালে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের স্রোতের পোল বাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। মৃতের নাম মোর্সেলিম মোল্লা (৪৫)। বাড়ি উস্থির উত্তরকুসুম গ্রামে। জখম পাঁচ জনকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে উস্থির দোস্তপুর থেকে আসার সময় ওই মোড়ের কাছে অটোটি উল্টে যায়। পুলিশ জানিয়েছে, অটোটি নিয়ে পালিয়েছে চালক। অন্য দিকে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ছেলের মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মাধবীলতা ঘোষ (৫১) নামে ওই মহিলা রোজিপুরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৬টা নাগাদ মাকে মোটরবাইকের পিছনে বসিয়ে টাকি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন অনুপম ঘোষ। মধ্যমপুরের কাছে গর্তে বাইকের চাকা পড়লে নিয়ন্ত্রণ হারান তিনি। মাধবীদেবী ছিটকে পড়েন। বসিরহাট হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কর্মীর
বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বাজার এলাকার ঘটনা। মৃতের নাম সহিদুল ইসলাম (২৬)। বাড়ি হামাদামার আজিজনগর গ্রামে। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এক ব্যক্তির বাড়ি কাজ করতে যান যুবক। বিদ্যুতের লাইন বন্ধ না করেই তিনি খুঁটিতে উঠে যান। খানিকক্ষণ কাজ করার পরেই, তাকে বিদ্যুতের খুঁটিতে ঝুলতে দেখা যায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে হাসনাবাদ ও টাকি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাজকুমার অধিকারী (৩০)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যমগ্রামে ধৃত আরও এক
মধ্যমগ্রামে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে আরও এক যুবককে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃত রাজীব বিশ্বাসের বাড়ি স্থানীয় কীর্তিপুরে। পুলিশ জানায়, দিন কয়েক আগে মধ্যমগ্রামের পাটুলি শিবতলা এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রথমে মূল অভিযুক্ত সঞ্জীব তালুকদার ওরফে ছোট্টুকে গ্রেফতার করে। পরে ধরা পড়ে চার জন। পুলিশের অভিযোগ, রাজীবও গণধর্ষণে জড়িত। ঘটনার পর থেকে ফেরার ছিল সে। উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরীর দাবি, ওই ঘটনায় জড়িত ছ’জনই গ্রেফতার হয়েছে। শনিবার রাজীবকে বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ন’দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুরনো খবর:
মই এল নবান্ন-এ
বিধাননগর থেকে নবান্নে নিয়ে আসা হল দমকলের ৭০ মিটার উঁচু স্বয়ংক্রিয় মই। নবান্নের অগ্নিসুরক্ষার কথা ভেবেই দমকল দফতরের এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর। চোদ্দোতলা উঁচু নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সরকারের গুরুত্বপূর্ণ দফতরের বেশ কয়েক জন মন্ত্রী ও কয়েক হাজার কর্মী বসছেন। শনিবার দমকলের আধিকারিকেরা স্বয়ংক্রিয় মইটি চালিয়ে পরীক্ষা করেন। দমকল সূত্রে খবর, এই মুহূর্তে অগ্নিকাণ্ড-সহ বিপর্যয় মোকাবিলায় উঁচু মই রয়েছে একটিই। স্টিফেন হাউস অগ্নিকাণ্ডের পরে উঁচু এই মইটি কেনা হয়। তখন থেকে এটি বিধাননগরেই রাখা ছিল। অগ্নিসুরক্ষার জন্য এখন থেকে মইটি নবান্নেই থাকবে বলে জানা গিয়েছে। তবে শহরের অন্য কোথাও প্রয়োজন হলে মইটি নবান্ন থেকে নিয়ে আসা হবে বলে দমকলের এক কর্তা জানান।

বিবাদের জেরে মৃত্যু
গাছ থেকে সুপুরি পাড়া নিয়ে বিবাদের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বারাসত থানার অশ্বিনীপল্লি এলাকায়। পুলিশ জানায়, সুপুরি পাড়া নিয়ে গত বৃহস্পতিবার শিশির দাস ও সমীর দাস নামে দুই ভাইয়ের ঝামেলা হয়। অভিযোগ, ওই সময়ে ক্রিকেট ব্যাট দিয়ে সমীরের মাথায় মারে শিশির। জখম সমীরকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, শুক্রবারই শিশিরকে গ্রেফতার করা হয়েছে।

সোনা পাচারে ধৃত
এক ভ্যানচালকের কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের দু’টি সোনার বাট উদ্ধার করল বিএসএফ। পুলিশ জানিয়েছে, এর মূল্য প্রায় ১৭ লক্ষ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে হাকিমপুরের ঘটনা। ধৃত সামাদ গাজি সাইকেলে করে সীমান্তবর্তী গ্রাম হাকিমপুরের বিএসএফ চৌকি পার হচ্ছিল। তখন তাকে ধরা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.