টুকরো খবর |
বিস্ফোরণে মৃত কিশোরী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাজি বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরীর। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার বাঁকা বাউলিয়া গ্রামে। মৃতের নাম পপি মণ্ডল (১৭)। শনিবার ভোর রাতে তমলুক জেলা হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরীর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একাদশ শ্রেণির ওই ছাত্রীর বাবা তমাল মণ্ডল পেশায় বাজির কারিগর। তিনি কালীপুজো উপলক্ষে বাড়িতে প্রচুর পরিমাণে বাজি তৈরি করে মজুত করেছিলেন। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেওয়ার সময় পপির হাত থেকে হঠাৎই প্রদীপ পড়ে গিয়ে বাড়ির উঠানে থাকা মজুত বাজিতে আগুন ধরে যায়। সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণও ঘটে। এতেই গুরুতর আহত হয় পপি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে খবর, পপির প্রায় গোটা শরীরই পুড়ে গিয়েছিল। শনিবার ভোররাতে তার মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “ওই কিশোরীর মৃত্যুর ঘটনায় বেআইনি ভাবে বাজি তৈরি ও মজুতের মামলা দায়ের করা হয়েছে।” জেলার বিভিন্ন স্থানে বেআইনি বাজির খোঁজে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।
|
স্টেশনে খুনের ঘটনায় ধৃত ছয়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্টেশন চত্বরে যুবক খুনের ঘটনায় শুক্রবার রাতে ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই মৃতের পরিচিত-বন্ধু। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর স্টেশন চত্বরে নৃশংস ভাবে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় তোতন ভট্টাচার্য নামে বছর আঠাশের এক যুবককে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শহরে। পুলিশের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তোতন মানা-সহ ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তদন্তে তা দেখা হচ্ছে। দেহ উদ্ধার। শনিবার সকালে বনগাঁর খলিতপুরে অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, খেতের নালার মধ্যে থেকে বছর পঁয়ত্রিশের ওই মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুরনো খবর: স্টেশন চত্বরে যুবককে কুপিয়ে খুন
|
|
মেদিনীপুর শহরে দেওয়ালি পুতুলে আলো। ছবি: কিংশুক আইচ। |
|
পূর্ব মেদিনীপুরে এগরা প্যাশন হান্টের পুজো। ছবি: কৌশিক মিশ্র। |
|
|