জেব্রা না ডঙ্কি নাকি জঙ্কি ! অনেকটা গাধা মতোই দেখতে, কিন্তু গায়ের এখানে ওখানে জেব্রার সাদাকালো ডোরা। তিন মাস বয়সেই ‘ইপ্পি’ ইতালির স্টার। তাকে দেখতে ছুটে আসছে লোকজন। হত্যে দিচ্ছে নামজাদা খেলনা প্রস্তুতকারী সংস্থার মালিকরা। দাবি, ইপ্পির আদলে খেলনা বানানোর স্বত্ব দিতে হবে। আর্জি জানিয়েছে ‘ওয়াল্ট ডিজনি’-ও। তারা ইপ্পিকে নিয়ে কার্টুন বানাতে চায়। কে এই ইপ্পি? আধা জেব্রা, আধা ডঙ্কি মানে গাধা। এমনটাই ঘটেছে ফ্লোরেন্সের এক খামার বাড়িতে। সার্কাসের মালিকের অত্যাচারে শেষমেশ ঘর ছেড়েছিল মার্টিন (জেব্রা)। তার পর আশ্রয় নেয় ওই খামার বাড়িতে। মালকিন সেরেনা অ্যাগলিয়েত্তি জানালেন, তাঁর কাছে থাকার সময় মাঝেমধ্যেই কাছে অন্য একটি ঘরে ঢুকে পড়ত মার্টিন। সেখানে সেরেনারই পোষা গাধাটি থাকত। তার নাম গিয়াডা। তাদের প্রজননেই জন্ম হয়েছে বিরল প্রাণীটির। ইপ্পো অবশ্য তার প্রজাতির জন্মদাতা নয়, চিন, জাপান ও আমেরিকাতেও জাতভাইরা রয়েছে।
|
ডুয়ার্সের মেটেলির ঝিড়কাধুরায় ধানখেতে দাপিয়ে বেড়ানো চিতাবাঘটি মারা গেল। শনিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানে এই পূর্ণবয়স্ক চিতাবাঘটি মারা গিয়েছে বলে জানান জলপাইগুড়ি বন্যপ্রাণ ২ এর ডিএফও সুমিতা ঘটক। তিনি বলেন, “চিতাবাঘটি সম্ভবত রক্তক্ষরণের কারণেই মারা গিয়েছে।” শুক্রবার বাঘটি এলাকয় ঢুকে একটি ছাগল খেয়ে ফেল। দুজনকে জখমও করে। তাকে বাগে আনতে বন দফতরের কর্মীদের ঘুমপাড়ানি গুলি চালাতে হয়।
পুরনো খবর: দুই চিতাবাঘের হামলায় জখম দুই
|
এ বছর দীপাবলিতে কোনও শব্দবাজি নয়। এই কথাই জানাচ্ছে বেঙ্গালুরুর প্রায় ছয় লক্ষ শিশু। দেশের শীর্ষ আদালতও যখন তোলপাড় হচ্ছিল শব্দবাজির সীমা নির্ধারণে তখন এই বাচ্চাগুলো নিজেরাই এগিয়ে এসেছে। কর্নাটকের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, বাচ্চারা যখন নিজেরাই শব্দবাজিতে না বলেছে তখন তাদের মা-বাবারাও বুঝতে পারবে।
|
ফের গন্ডার চোরাশিকার কাজিরাঙায়। শনিবার সকালে মোয়ামারি ও তরতরোনি বন শিবিরের মধ্যে গন্ডারটির দেহ উদ্ধার করা হয়। সেটির খড়্গ কেটে নেওয়া হয়েছিল। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। |