টুকরো খবর
আন্তর্জাতিক মানচিত্রে তুলিহাল
সাঙ্গাই উৎসবের শুরুর দিনই আন্তর্জাতিক উড়ান মানচিত্রে জায়গা পেতে চলেছে মণিপুরের তুলিহাল বিমানবন্দর। ২১ নভেম্বর উৎসবের উদ্ধোধনের দিন, মায়ানমারের মান্দালয় থেকে বিমান নামবে তুলিহালে। তুলিহালকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’-এর স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। মায়ানমারের বিমান সংস্থার সঙ্গে পরিষেবার বিষয়টি চূড়ান্ত করে রাজ্য সরকার। মোরে ও তুলিহালে ২১ নভেম্বর থেকেই ভিসা অফিস খোলার ব্যাপারেও প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ কেন্দ্রের কাছে আর্জি জানান, মণিপুর থেকে ‘প্রোটেকটেড এরিয়া পারমিট’ প্রথা তুলে দেওয়া হোক। রাজ্য সরকারের তরফে জানিয়েছে, সে দিন মান্দালয়-ইম্ফল উড়ান পরিষেবাই শুধু শুরু হচ্ছে না, মায়ানমারের সাগাইং প্রদেশ এবং মান্দালয়ের মন্ত্রিসভার সদস্য, বাণিজ্য প্রতিনিধিদল এবং আমলারা ওই বিমানেই ইম্ফল পৌঁছবেন। সাঙ্গাই উৎসবে যোগ দিচ্ছে তাইল্যান্ড, সিকিম, অসমের সাংস্কৃতিক দলও।

গুগল বার্জে শো-রুমই, নয়া অনুমান
আমেরিকার সান ফ্রান্সিসকো বে ও পোর্টল্যান্ডে থাকা গুগলের রহস্যময় বার্জে আসলে বিলাসবহুল শো-রুম বলে দাবি করল মার্কিন টিভি চ্যানেল। গত সপ্তাহে জাহাজে পণ্য পরিবহণের কন্টেনার দিয়ে তৈরি ওই বার্জগুলি সংবাদমাধ্যমের নজরে আসে। গুগল এখনও সেগুলি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে সান ফ্রান্সিসকো বে সংরক্ষণ ও উন্নয়ন কমিশনের অধিকর্তা ল্যারি গোল্ডজব্যান্ডের দাবি, বার্জগুলি গুগলেরই। ওগুলির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে মার্কিন সরকার। উপকূলরক্ষী বাহিনীর এক কর্মী জানিয়েছেন, ওই বার্জে কী দেখেছেন তা না জানানোর প্রতিশ্রুতি লিখিত ভাবে দিতে হয়েছে তাঁকে। তার পরেই বার্জগুলি আসলে কী তা নিয়ে জল্পনা শুরু হয়। শনিবার একটি মার্কিন টিভি চ্যানেল দাবি করেছে, বার্জে বিলাসবহুল শো-রুম তৈরি করেছে গুগল। মোবাইল কম্পিউটার ও চশমার সংমিশ্রণে গুগল গ্লাস তৈরি করেছে ওই সংস্থা। গুগল গ্লাস থেকে ইন্টারনেট দেখা বা ভিডিও রেকর্ডিং করতে পারবেন গ্রাহকরা। চ্যানেলটির দাবি, বার্জের শো-রুমে ক্রেতাদের প্রবেশ আমন্ত্রণভিত্তিক। তিন জন ক্রেতা গুগল গ্লাস দেখে গিয়েছেন। এ বার তাঁরা কয়েক জন বন্ধুকে আমন্ত্রণ করবেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.