আন্তর্জাতিক মানচিত্রে তুলিহাল |
সাঙ্গাই উৎসবের শুরুর দিনই আন্তর্জাতিক উড়ান মানচিত্রে জায়গা পেতে চলেছে মণিপুরের তুলিহাল বিমানবন্দর। ২১ নভেম্বর উৎসবের উদ্ধোধনের দিন, মায়ানমারের মান্দালয় থেকে বিমান নামবে তুলিহালে। তুলিহালকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’-এর স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। মায়ানমারের বিমান সংস্থার সঙ্গে পরিষেবার বিষয়টি চূড়ান্ত করে রাজ্য সরকার। মোরে ও তুলিহালে ২১ নভেম্বর থেকেই ভিসা অফিস খোলার ব্যাপারেও প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ কেন্দ্রের কাছে আর্জি জানান, মণিপুর থেকে ‘প্রোটেকটেড এরিয়া পারমিট’ প্রথা তুলে দেওয়া হোক। রাজ্য সরকারের তরফে জানিয়েছে, সে দিন মান্দালয়-ইম্ফল উড়ান পরিষেবাই শুধু শুরু হচ্ছে না, মায়ানমারের সাগাইং প্রদেশ এবং মান্দালয়ের মন্ত্রিসভার সদস্য, বাণিজ্য প্রতিনিধিদল এবং আমলারা ওই বিমানেই ইম্ফল পৌঁছবেন। সাঙ্গাই উৎসবে যোগ দিচ্ছে তাইল্যান্ড, সিকিম, অসমের
সাংস্কৃতিক দলও।
|
গুগল বার্জে শো-রুমই, নয়া অনুমান |