ব্যবসা বাড়াতে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনে মোবাইল রি-চার্জ ও বিল মেটানোর সুযোগ আনল বিএসএনএল। এ জন্য স্মার্ট ফোনে সংস্থার সংযোগই নিতে হবে, তা নয়। অন্য যে-কোনও মোবাইল পরিষেবার গ্রাহকেরাও তাঁদের স্মার্ট ফোনে ‘মাইবিএসএনএল’ অ্যাপ ডাউনলোড করলে এই সুবিধা মিলবে।
সম্প্রতি দেশ জুড়েই এই পরিষেবা চালু করেছে বিএসএনএল। ক্যালকাটা টেলিফোন্স-এর সিজিএম গৌতম চক্রবর্তীর দাবি, এই পরিষেবা সহজ হওয়ায় গ্রাহকদের কাছে তা জনপ্রিয় হবে। তিনি বলেন, “এখন স্মার্ট ফোনের চাহিদা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের কাছে নতুন পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
কী ভাবে মিলবে এই সুবিধা? বিএসএনএল সূত্রে বলা হচ্ছে, গোড়ায় ‘গুগল প্লে’ ও ‘উইন্ডোজ স্টোর’ থেকে এই অ্যাপটি গ্রাহককে স্মার্ট ফোনে ডাউনলোড করতে হবে। নাম ও তথ্য দেওয়ার পরে বিএসএনএল-এর আইকনটি মোবাইলের পর্দায় ভেসে উঠবে। এরপর সেটি ‘ক্লিক’ করেই বিভিন্ন পরিষেবার সুযোগ নিতে পারবেন গ্রাহকেরা।
প্রথমত, ল্যান্ডলাইন বা পোস্ট-পেড মোবাইলের বিল মেটানো যাবে। এ জন্য সংশ্লিষ্ট নম্বরটি সেখানে নথিভুক্ত করতে হবে।
দ্বিতীয়ত, প্রি-পেড মোবাইল সংযোগের ক্ষেত্রেও রি-চার্জ করানো যাবে।
সব ক্ষেত্রেই গ্রাহক তাঁর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে বা নেট-ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে লেনদেন করতে পারবেন। এই পরিষেবার জন্য মোবাইলে ইন্টারনেট পরিষেবার খরচ ছাড়া অন্য কোনও মাসুল তাঁকে গুনতে হবে না বলেই দাবি বিএসএনএল-এর। |