প্রয়াত কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ৮৭ তম জন্মদিন উপলক্ষে তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করার সংকল্প নিল কংগ্রেস। পাশাপাশি এই দিন প্রয়াত নেতার জন্মদিনে কোতুয়ালিতে ভুরিভোজের আয়োজন করেছিল গনি পরিবার। এ দিন সকালে গনি খান চৌধুরীর সমাধিতে ফুল চড়ান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী, সাংসদ মৌসম বেনজির নুর, বিধায়ক আবু নাসের খান চৌধুরী, বিধায়ক ঈশা খান চৌধুরী সহ জেলা কংগ্রেসের একাধিক নেতা নেত্রী। এরপর আবু হাসেম খান চৌধুরী ও মৌসম রথবাড়ি মোড়ে গনিখান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করেন। |
দাদার জন্মদিনে দলের কর্মী সমর্থকদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এদিন আবু হাসেম খান চৌধুরী বলেন, “মালদহ জেলা গনিখান চৌধুরীর মাটি। কংগ্রেসের মাটি। মালদহের মাটি যেন কংগ্রেসের হাতছাড়া না হয়, তার জন্য সমস্ত কংগ্রেসিদের সংঘবদ্ধ হয়ে তৃণমূল, সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। দাদার জন্মদিনে দাদার অসমাপ্ত কাজ শেষ করার শপথ নিতে হবে।” তিনি জানান, তৃণমূল নানা প্রলোভন দেখিয়ে কংগ্রেসকে ভাঙার যড়যন্ত্র শুরু করেছে। তৃণমূলের এই যড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়তে হবে। তৃণমূল এখন জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে যা খুশি তাই করছে।” কংগ্রেস সাংসদ মৌসম বলেন, “তৃণমূল মালদহের মাটি থেকে কংগ্রেসকে উৎখাত করার যতই চেষ্টা করুক না কেন, কোনওদিনই পারবে না। মালদহের মানুষের রক্তে গনিখান বেঁচে রয়েছেন। কংগ্রেস বেঁচে রয়েছেন।”
গনি পরিবার সহ কংগ্রেসিরা এ দিন গনিখান চৌধুরীর জন্মদিন নিয়ে মেতে উঠলেও পিছিয়ে ছিল না তৃণমূলও। এদিন তাঁরই তৈরি গনিখান চৌধুরীর মূর্তিতে মালা দিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। গনিখান চৌধুরীর মূর্তিতে মালা দিয়ে পযর্টন মন্ত্রী বলেন, “বরকতদার সঠিক চিকিৎসা হয়নি। বরকতদার যদি সঠিক চিকিৎসা হতো, তবে আজকে বরকতদা আমাদের মধ্যে থাকতেন।” এদিন গনিখান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে গনিখান চৌধুরীর জন্মদিন পালন করেন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। |