টুকরো খবর
ঐতিহ্যবাহী পুজো সোনামুখীতে
শতাব্দী প্রাচীন মন্দিরের কালীপুজোর সঙ্গে সোনামুখীতে বারোয়ারি পুজোগুলি নিয়েও মানুষের উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বড় কালী, মাইতো কালী, সার্ভিস কালীর মতো নানা নামের কালীপুজোও এখানকার অন্যতম বৈশিষ্ট্য। সরকারি হিসেবে এখানে ২১টি কালীপুজো হলেও পারিবারিক ও ছোট উদ্যোগ মিলিয়ে পুজোর সংখ্যাটা প্রায় ৩০০-র কাছাকাছি। বারোয়ারি পুজো মণ্ডপগুলিতেও অভিনবত্ব ও আলোর জলুস চোখে পড়ার মতো। তাই ভিড় সামলাতে ও শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজর রাখছে পুলিশ। সোনামুখীর পুরপ্রধান কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, “সব রকম পরিস্থিতির কথা ভেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি জানান, সোনামুখীর কালীপুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। এ বার ভাসানের দিন ঠিক হয়েছে ৬ নভেম্বর।

স্কুলভবনের ভিত্তিস্থাপন
নতুন স্কুল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান হল বেলিয়াতোড়ের ছান্দারের কুসমা জয়তুঙ্গা বেনাচাপড়া চন্দনপুর জুনিয়র হাইস্কুলে। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, ছান্দার গ্রাম পঞ্চায়েতের প্রধান সদানন্দ মান, রামকৃষ্ণ সারদা সেবা প্রতিষ্ঠানের সম্পাদক ভরতচন্দ্র কুণ্ডু প্রমুখ। সদানন্দবাবু জানান, বছর দেড়েক আগে এই স্কুলটি চালু হলেও এতদিন নিজস্ব ভবন ছিল না। এলাকার একটি প্রাথমিক স্কুলে ওই জুনিয়ার হাইস্কুলের পঠনপাঠন চলছে।” তিনি জানান, চন্দনপুর গ্রামে ১০ কাঠা জমিতে সর্বশিক্ষা মিশনের টাকায় স্কুলটির ক্লাসঘর নির্মাণ করা হচ্ছে।

মদ আটক
দেশি ও বিদেশি মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গুলজার রায় বাঁকুড়ার হিড়বাঁধ থানার কদমকানালি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকেলে তার কাছ থেকে প্রায় ৫০ বোতল মদ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.