টুকরো খবর
মধ্যমগ্রামে ফের ধর্ষণের অভিযোগ
ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়। দিনকয়েক আগেই মধ্যমগ্রামের পাটুলি শিবতলায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই মেয়েটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার পরে বসিরহাটের বাদুড়িয়াতেও এক মূক ও বধির নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তালিকায় সর্বশেষ সংযোজন, মধ্যমগ্রামের সারদাপল্লির এক শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে স্থানীয় বাসিন্দা অমিত রায় নামে এক যুবক পড়শির চার বছরের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়। ফাঁকা বাড়িতে সে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোক মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যান। পরীক্ষা করে সন্দেহ হওয়ায় ডাক্তার বাচ্চাটিকে জিজ্ঞাসা করে ঘটনাটি জানতে পারেন। বৃহস্পতিবার শিশুর পরিবার মধ্যমগ্রাম থানায় অভিযোগ করে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।” শুক্রবার বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক অমিতকে পুলিশি-হেফাজতে রাখার নির্দেশ দেন। আগের দু’টি গণধর্ষণের ঘটনায় চার জন করে মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সুতাবেচার বাসিন্দাদের কালীপুজোই শারদোৎসব
সবুজ সঙ্ঘের মণ্ডপ।—নিজস্ব চিত্র।
গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা বলতে মণ্ডপ সজ্জার কাজ। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের আটনা পঞ্চায়েতের উত্তর সুতাবেচা গ্রামের বাসিন্দাদের কাছে বড় পুজো বলতে এক মাত্র কালীপুজো। তাকে কেন্দ্র করেই মেতে উঠেছে গোটা গ্রাম। গ্রামে প্রায় হাজার খানেক মানুষের বাস। দু’টো পুজোই বড় বাজেটের। গ্রামে ঢোকার মুখেই মন্দিরের আদলে তৈরি হয়েছে সবুজ সঙ্ঘের পুজো। মণ্ডপের কিছু দূরে আদি যুবক সঙ্ঘ বিশালাকারের মণ্ডপ। গ্রামবাসী সুভাষ নস্কর জানান, সারা বছর ধরে পুজোর জন্য অপেক্ষা করি। এই উৎসবে সমস্ত বাড়ি ভরে যায় আত্মীয় স্বজনে। নতুন জামাকাপড় কেনা হয় এই পুজোয়। ক’দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ বারে আমাদের সবুজ সঙ্ঘের পুজোর বাজেট আড়াই লক্ষ টাকা।

ডায়মন্ড হারবারে উপ-প্রধান পান্নালাল
দলীয় নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুরসভার উপপ্রধান হলেন পান্নালাল হালদার। শুক্রবার দুপুরে পুরভবনে তৃণমূলের সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে উপপ্রধান পদে তাঁকে নির্বাচন করেন পুরপ্রধান মীরা হালদার। সমস্ত তৃণমূল-কংগ্রেসের কাউন্সিলরদের এই ব্যাপারে সমর্থন রয়েছে বলে দাবি পুরপ্রধানের। ডায়মন্ড হারবার পুরনির্বাচনে ১৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১০টি। সিপিএম ৩টি এবং পিডিএস, বিজেপি ও নির্দল ১টি করে আসন পায়। প্রধান আগেই ঠিক হলেও উপপ্রধান কে হবেন তা নিয়ে কৌতুহল ছিল। প্রধান ও উপপ্রধান দু’জনেই বলেন, “উন্নয়নে জোর দেওয়াই আমাদেপ লক্ষ্য।”

পুড়ে মৃত দুই শিশু
মশারিতে আগুন লেগে মৃত্যু হল দুই শিশুর। তাদের নাম কুলতুন সুলতানা (৩) ও তবাসুম খাতুন (৫)। হাবরা থানার আড়বেড়িয়া গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘরে দুই মেয়েকে ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দেন মা সেলিমা বিবি। মশা তাড়ানোর ধুপ জ্বালিয়ে পাশের ঘরে শ্বশুরকে খাবার দিতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে আগুন লেগে যায় মশারিতে। বাসিন্দাদের চেষ্টায় শিশু দু’টিকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাদের।

সারদা গার্ডেনে কালীপুজো
সেই জৌলুস আর নেই। দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের সারদা গার্ডেনে কালীপুজো এ বার অনেকটাই ম্লান। ২০০১-এ শুরু হলেও এ পুজোর রমরমা ২০০৮ থেকে। হাজির থাকতেন সুদীপ্ত সেন-সহ অন্য সারদা কর্তারা। পুজোর সঙ্গে তিন দিন ধরে চলত নাচ-গান-ম্যাজিক শো আর মেলা। সে সব এখন স্মৃতি। শুক্রবার সকালেও সারদা গার্ডেনে গিয়ে দেখা গেল, রাস্তার চারপাশে হাঁটুজল, দুর্গন্ধ ছড়াচ্ছে। এক ফালি রাস্তার পাশে হলুদ প্লাস্টিকে ঘেরা ছোট মণ্ডপ তৈরির কাজ চলছে।

তালা ভেঙে চুরি
মাঝরাতে তালা ভেঙে স্কুল থেকে ১০টি কম্পিউটার, ১০টি সিপিইউ, ২টি ইউপিএস, ৫টি কী বোর্ড ও পাঁচটি মাউস চুরি করে নিয়ে যায় চোরেরা। বনগাঁর স্থানীয় খরুয়া-রাজপুর উচ্চবিদ্যালয়ের ঘটনা। শুক্রবার সকালে স্কুলের নিরাপত্তারক্ষী এসে দেখেন গেটের তালা ভাঙা। তিনি স্কুল কর্তৃপক্ষকে খবর দেন। প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.