|
|
|
|
লোকাল বেলাইন লিলুয়ায়, দিনভর দুর্ভোগ যাত্রীদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চালক টেরই পাননি। প্রচণ্ড শব্দ শুনে ট্রেনের গার্ড মুখ বাড়াতেই দেখেন, তাঁর কামরার পিছনের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে গিয়েছে। হেলে যাওয়া হাওড়ামুখী বর্ধমান লোকাল সেই অবস্থাতেই চলছে ঘষটে ঘষটে। গার্ড বিষয়টি চালককে জানালে তিনি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন।
শুক্রবার সকাল ৮টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে হাওড়া মেন লাইনে লিলুয়া কেবিনের কাছে। লাইনচ্যুত হওয়ার শব্দে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থামতেই লাফ দিয়ে মাটিতে নেমে পড়েন অনেকে। তবে কেউ হতাহত হননি। কিন্তু দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত হয় সন্ধ্যা পর্যন্ত। বেশির ভাগ যাত্রী হেঁটে লিলুয়া স্টেশনে পৌঁছন। সড়কপথে হাওড়ায় আসার চেষ্টা করেন কেউ কেউ। বেলা প্রায় ৩টে পর্যন্ত বেশ কয়েকটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। বিকেল ৩টে নাগাদ সব ক’টি লাইনে ফের ট্রেন চলাচল শুরু হলেও তা স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে যায়। |
|
বেলাইন হাওড়ামুখী বর্ধমান লোকাল। শুক্রবার লিলুয়ায়। ছবি: দীপঙ্কর মজুমদার। |
দুর্ঘটনার জেরে এ দিন ওই লাইনের বহু নিত্যযাত্রীরই কর্মস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। একেই তো বাসের সংখ্যা কমে গিয়েছে। তার উপরে জিটি রোড বেহাল। ফলে ট্রেন থেকে নেমে বাসে আসতে গিয়েও ঝামেলা পোহাতে হয় যাত্রীদের। দুর্ঘটনার পরে কোনও ট্রেন বাতিল না-হলেও বেশ কিছু ট্রেনকে কর্ড লাইন দিয়ে পাঠানো হয়।
তাতেও হাওড়ামুখী বিভিন্ন ট্রেনের যাত্রীদের বেজায় ঝামেলায় পড়তে হয়েছে। তবে হাওড়া থেকে ছাড়া ট্রেনগুলির ক্ষেত্রে তেমন কোনও অসুবিধা হয়নি।
রেলের বক্তব্য, কী ভাবে একটি কামরার চারটি চাকা বেলাইন হল, সেটা স্পষ্ট নয়। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে, তার পাশেই লিলুয়া কেবিন ও লাইন ক্রসওভারের বিভিন্ন পয়েন্ট। রেলের তদন্তকারী অফিসারেরা প্রাথমিক ভাবে মনে করছেন, পয়েন্টে গোলমালের ফলেই এই বিপত্তি।
পূর্ব রেল সূত্রের খবর, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরেও ঘষটে ঘষটে প্রায় ২০০ মিটার এগিয়ে গিয়েছিল। তবে ওই সময় ট্রেনের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং অন্য কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। আসে উদ্ধারকারী ট্রেনও। পৌনে ১০টা নাগাদ একটি লাইন চালু করা হলেও অন্য একটি লাইন চালু করতে দুপুর গড়িয়ে যায়। পরে লাইনচ্যুত ট্রেনটিকে ফের লাইনে তুলে পাঠিয়ে দেওয়া হয় লিলুয়া ওয়ার্কশপে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “ট্রেনটি বেলাইন হয়ে যাওয়ায় লাইন ও সিগন্যালের যন্ত্রপাতির কিছু ক্ষতি হয়েছিল। মেরামতির পরে দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।” নিত্যযাত্রীরা অবশ্য জানান, তাঁদের ভুগতে হয়েছে সন্ধ্যা পর্যন্ত। |
|
|
|
|
|