পুলিশকর্মী খুনের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতেই জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির এএসআই গোপাল বসু সুয়োমোটো অভিযোগ দায়ের করেছেন। তাতে ১৭ জন অভিযুক্তের নাম-সহ চারশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা রয়েছে। এলাকার একটি জমিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধেছিলবৃহস্পতিবার। পুলিশ সেখানে যেতেই জনতার একাংশের সঙ্গে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় মৃত্যু হয় সুমন্ত হালদার (২৫) নামে রাজ্য সশস্ত্র পুলিশের নবম ব্যাটেলিয়নের এক কনস্টেবলের। ঘটনার পর ওই রাতেই পুলিশ সুপার হুমায়ুন কবীরের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী জয়রামপুর এলাকায় তল্লাশি চালায়। শুক্রবারও এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। পুলিশ সুপার বলেন, “জঙ্গিপুর হাসপাতালে ময়না-তদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ওই পুলিশ কর্মীর দেহ বহরমপুরে নিয়ে যেতে হয়েছে। পুলিশকে মারধরে কারা ইন্ধন জুগিয়েছে তাদের খুঁজে বের করা হচ্ছে।” এ দিকে, পুলিশি ধরপাকড়ে জয়রামপুর শুনশান ছিল। এলাকার দোকানপাট ছিল বন্ধ।
|
স্ত্রীকে খুনের অভিযোগে রাকিবুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত ১৯ অক্টোবর নওদার আমতলা ছয়ঘরি এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে গলায় ওড়নার ফাঁস জড়িয়ে স্ত্রী রূপা বিশ্বাসকে (১৮) খুন করে রাকিবুল। বৃহস্পতিবার রাতে তেহট্ট থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে আসে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার পাশাপাশি লোকনাট্য দলের সঙ্গে স্ত্রীর ঘুরে বেড়ানো মেনে নিতে পারেনি বলেই স্ত্রীকে খুন করেছে বলে ধৃত ওই যুবক স্বীকার করে।” |
গ্রামে বোমাবাজি, মৃত্যু যুবকের |
দু’দল গ্রামবাসীর বচসা গড়াল বোমাবাজিতে। তার জেরেই মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে সাগরদিঘির দোগাছি গ্রামের এই ঘটনায় মৃতের নাম কাজেম শেখ (৫৫)। বুধবার বাইকের ধাক্কায় এক কিশোরীর জখম হওয়া ঘিরে বিবাদ শুরু হয় দুই গোষ্ঠীর। পরে তা হাতাহাতিতে পৌঁছায়। শুরু হয় বোমাবাজি। সেই সময় বোমার আঘাতে মৃত্যু হয় কাজেমের। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বোমায় খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতাক। গ্রামে পুলিশি টহল চলছে।
|
পড়শি যুবকের ফোন পেয়ে গত ২৯ অক্টোবর বাড়ির বাইরে বেরিয়ে যান দৌলতাবাদ থানার কুলবেড়িয়ার মনিরা বিবি (৩০)। পর দিন সকালে বাড়ি থেকে দেড় কিমি দূরে ধানের খেতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পড়শি যুবক নুর ইসলাম ও তার বন্ধু ইমরান আলিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। |