সিএবি-র বিশেষ নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সচিন
ডেনে তাঁর একশো নিরানব্বইতম টেস্টকে আরও রঙিন করে রাখতে সিএবি ভেবেছিল টেস্টের প্রাক্কালে এক নৈশভোজ আয়োজনের, চেষ্টা করেছিল সচিন তেন্ডুলকর সহ দু’টো টিমকে হাজির করানোর।
কিন্তু সচিন তেন্ডুলকর সিএবি-কে জানিয়ে দিলেন, ইডেন টেস্টের আগে কোনও নৈশভোজের অনুষ্ঠানে থাকা সম্ভব নয়।
পুরো ঘটনাটা কী?
সিএবি ভেবেছিল যে, ইডেনে সচিনের একশো নিরানব্বইতম টেস্টের আবহে টিম হোটেলে একটি নৈশভোজের ব্যবস্থা রাখবে। প্রথমে ঠিক হয় যে, আগামী ৪ ও ৫ নভেম্বর দু’দিনই টিম হোটেলে বুকিং রাখা হবে। সচিন যে দিন পারবেন, সে দিন আয়োজন হবে ওই নৈশভোজের। ঠিক হয়, সচিনের সম্মতি পাওয়া গেল বোর্ড কর্তাদের সঙ্গে সঙ্গে দু’টো টিমকেও সেখানে আমন্ত্রণ জানানো হবে।
নিতা অম্বানীর জন্মদিনের অনুষ্ঠানে অতিথি রনবীর-সচিন। যোধপুরে। ছবি: পিটিআই।
ঘটনা হচ্ছে, ওই নৈশভোজ এখনও হবে। ৪ নয়, ৫ নভেম্বর। সেখানে নারায়ণশ্বামী শ্রীনিবাসন সহ বোর্ড ও সিএবি কর্তারাও থাকবেন। শুধু সচিন থাকবেন না। সঙ্গে টিম দু’টোও নয়।
জানা গেল, সিএবি কর্তারা যোগাযোগ করলে সচিন নাকি বলে দেন যে, তিনি সম্ভবত শহরেই আসবেন ৪ নভেম্বর। টিম যে দিন ঢুকবে, সে দিন। কলকাতায় এসেই তাঁর পক্ষে নৈশভোজে যাওয়াটা কঠিন হয়ে যাবে। তা ছাড়া সচিন নাকি আরও বলেন যে, টেস্টের আগে শুধু তিনি ক্রিকেটেই মনঃসংযোগ করতে চান। অন্য কিছুতে নয়। তবে টেস্ট শেষ হয়ে গেলে সিএবি যদি কোনও নৈশভোজের বন্দোবস্ত করে, তাতে যোগ দিতে অসুবিধে নেই। তার পরপরই ঠিক হয় যে, সচিন যখন আসছেন না তা হলে দু’টো টিমকেও ডাকার মানে নেই। তার চেয়ে ৫ নভেম্বর সচিনের মুখের প্রতিকৃতি সমেত টসের স্বর্ণমুদ্রার উদ্বোধন করা হবে শ্রীনিবাসনের হাত দিয়ে। আর সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া উদ্বোধন করবেন সচিনের উপর স্যুভেনিরের।
তবে সিএবি-র নৈশভোজে সচিনকে হাজির করানোর পরিকল্পনা ভেস্তে গেলেও তাতে টেস্টের মেজাজে কোনও প্রভাব পড়ছে না। একশো নিরানব্বই সোনার পাতা সমেত রূপোর গাছ থেকে শুরু করে লিটল মাস্টারকে নিয়ে ট্যাবলো, ছবি প্রদর্শনী, কোনও কিছু বাকি থাকছে না টেস্টের পাঁচ দিনে। সিএবি-র সিংহদরজার আশেপাশে ইতিমধ্যেই সচিনের কাটআউটের ছড়াছড়ি। তার উপর ম্যাচের সম্প্রচার সংস্থার উদ্যোগে স্টেডিয়াম জুড়ে বসছে আবার সাউন্ড বক্স। যেখানে আইপিএলের ধাঁচে ওভারের ফাঁকে ফাঁকে চলবে ‘সচিন...সচিন..’ চিৎকার। ইডেনের কয়েকটা গেটের সামনে থাকছে বিশাল বিশাল ব্যাটও। যেখানে ম্যাচে ঢোকার আগে দর্শকরা মহানায়কের উদ্দেশ্যে নিজের বার্তা লিখে যেতে পারবেন। শহরেও কি কম কিছু? শনি ও রবিবার, কালীপুজো উপলক্ষ্যে দর্শনার্থীদের জন্য অভিনব এক উদ্যোগ নিচ্ছে ঢাকুরিয়ার তরুণ মহল ক্লাব। আগামী ৩ নভেম্বর দর্শনার্থীদের জন্য একটি লটারির আয়োজন হবে। ভাগ্যবান দশ দর্শনার্থী ইডেন টেস্টের একটি করে টিকিট যেখানে পাবেন। মোহনবাগান ক্লাবও লটারির মাধ্যমে সদস্যদের পঁচাত্তরটা পাঁচশো টাকার টিকিট বন্টন করবে। যা হবে আগামী সোমবার।
শহরের উন্মত্ততাটা বোঝা যাচ্ছে?




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.