|
|
|
|
ঝাড়খণ্ডে মাওবাদী হানায় হত তিন গ্রামবাসী, জখম জওয়ান |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাজ্যের দুই জেলায় মাওবাদী হানার দু’টি ভিন্ন ঘটনায় মৃত্যু হয়েছে তিন গ্রামবাসীর। আহত তিন জওয়ান।
পুলিশ জানিয়েছে, খুঁটির সইকো বাজারে আজ দুপুরে মাওবাদীরা হামলা চালায়। ঘটনাস্থলেই দু’জন গ্রামবাসী মারা যান। গুলিবিদ্ধ এক গ্রামবাসীকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু সেখানেই তিনি মারা যান। সন্ধ্যা পর্যন্ত মৃতদের এক জনের পরিচয় পুলিশ জানতে পেরেছে। তাঁর নাম নবীন সাহু। তিনি সইকো গ্রামেরই বাসিন্দা।
রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার জানান, দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় বাজারে লোকজনের ভিড় ছিল। দশ বারো জন মাওবাদী জঙ্গি মুখে কাপড় বেঁধে এসে আচমকা গুলি চালাতে শুরু করে। মাওবাদীরা দশ থেকে পনেরো রাউণ্ড গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পরে খুঁটির জঙ্গলে তল্লাশি শুরু হয়েছে।
খুঁটির মুরু থানা এলাকায় সইকো বাজার। বাজারটি একটি গ্রামের বাজার। স্থানীয় মানুষ জানাচ্ছেন, আজ দুপুরে দীপাবলীর হাট বসেছিল সেখানে। আচমকাই গুলির শব্দ পেয়ে লোকজন ভয় পেয়ে যান। ছুটে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন বেশ কয়েক জন। বেপরোয়াভাবে গুলি চালিয়ে বাজার ছেড়ে চলে যায় জঙ্গিরা।
অন্য একটি ঘটনায় আজ সকালে লাতেহারের কুমানডিহি রেল স্টেশনের কাছে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর জওয়ানদের গুলির লড়াই হয়। মাওবাদীদের গুলিতে আহত হন চার জওয়ান। সন্ধ্যার দিকে জানা গিয়েছে, প্রত্যন্ত এলাকায় জঙ্গলের ভিতরে জঙ্গিদের পুঁতে রাখা ল্যাণ্ডমাইন ফেটে আহত হয়েছেন আরও দুই জওয়ান। পুলিশ অবশ্য মাইন বিস্ফোরণের ঘটনার সত্যতা স্বীকার করেনি।
পুলিশ জানায়, কুমানডিহি রেলস্টেশনের দিক থেকে কুড়ুমখেতার দিকে এগোচ্ছিল যৌথ বাহিনীর জওয়ানরা। ওই জায়গাটি কাটিয়া রেঞ্জের মধ্যে পড়ছে। সেই সময় জঙ্গলের ভিতর থেকে বাহিনীকে লক্ষ করে গুলি চালায় মাওবাদীরা। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় পুলিশ। দু’পক্ষের গুলির লড়াইয়ে একজন কোবরা জওয়ান ও ঝাড়খণ্ড জাগুয়ারের তিন জওয়ান জখম হন। |
|
|
|
|
|