টুকরো খবর
জঙ্গি অনুপ্রবেশ বন্ধে সতর্কতা
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে এখনও বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি রয়েছে বলে জানালেন ত্রিপুরা পুলিশের ডিজি সি সুব্রহ্মনিয়ম। আজ আগরতলায় ডিজি বলেন, “অধিকাংশ ঘাঁটি রয়েছে সে দেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে। শিবিরগুলি ত্রিপুরার কাঞ্চনপুর থেকে গণ্ডাছড়া, এই বিস্তীর্ণ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কাছাকাছি। ডিজি বলেন, ‘‘এখনও সেখানে ১৫ থেকে ১৮টি ঘাঁটি সক্রিয়।’’ ও পার থেকে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনার কথা স্বীকার করে তিনি বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।’’ সন্ত্রাসবাদীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য ৩০-৩৫টি টিএসআর বাহিনীর শিবির করা হয়েছে। পাশাপাশি, অসম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনীও সতর্ক রয়েছে। দু’টি পর্যায়ে সীমান্ত নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

খুন ব্যবসায়ী
বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক পরিবহণ ব্যবসায়ী। নিহতের নাম সুধীর সিংহ (৪৮)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতের ধানবাদের বারবাড্ডির ঘটনা। বারবাড্ডি এলাকায় সুধীর যথেষ্ট পরিচিত মানুষ ছিলেন। ব্যবসায়ী হিসেবেও এলাকায় প্রতিপত্তি ছিল। তদন্তকারীরা জানান, বারবাড্ডি বাসস্ট্যাণ্ড থেকে সুধীরের বাস ছাড়ত। ঘটনার সময় বাসস্ট্যাণ্ড থেকে বেরিয়ে নিজের বাইকে চেপে বিজ্ঞান কলোনিতে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় একটি বাইকে চেপে হেলমেট পড়া দুই যুবক এসে তাঁকে সামনে থেকে গুলি করে। সুধীরের কোমরে গুলি লাগে। সুধীর বাইক চালিয়ে নিজের বাড়িতে ফেরেন। ধানবাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও যাওয়া হয়।

অঙ্গনওয়াড়ির খাবার খেয়ে মৃত্যু দুই শিশুর
ছপরার পর এ বার ময়ূরভঞ্জ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার খেয়ে মৃত্যু হল দুই শিশুর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও সাত জন। ওড়িশার আদিবাসী অধ্যুষিত ময়ূরভঞ্জ জেলায় এই ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে। জোশিপুর থানার অন্তর্গত এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুপুরে ভাত ও ডিমের তরকারি খাওয়ার পরই বমি করতে শুরু করে ৯ পড়ুয়া। এদের সকলেরই বয়স তিন বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার। হাসপাতাল সূত্রে খবর, বাকি শিশুরা স্থিতিশীল।

হায়দরাবাদে জয় এসএফআইয়ের
পৃথক তেলঙ্গানার পক্ষে এবং বিপক্ষে আন্দোলনের ধাক্কায় অন্ধ্রপ্রদেশে সিপিএম এখন অনেকটাই কোণঠাসা। তার মধ্যেই হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (এইচসিইউ) ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল এসএফআই। সভাপতি, সাধারণ সম্পাদক এবং দুই যুগ্ম সম্পাদক ছাত্র সংসদের চারটি মূল পদেই জয়ী হয়েছে তারা।

রাষ্ট্রপুঞ্জে নাদিমুল
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মুসলিম যুব সমাজ ও সন্ত্রাসবাদের সম্পর্ক ব্যাখ্যা করতে চলেছেন তৃণমূল সাংসদ নাদিমুল হক। গত বছর গিয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন। এ বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখবেন রাজ্যসভায় তাঁরই সতীর্থ নাদিমুল। শুক্রবার নাদিমুল বলেন, “আমার মানবাধিকার নিয়ে বক্তৃতা দেওয়ার কথা।”

অভিযুক্ত সাংসদ
এলটিসি নিয়ে বিহারের সংযুক্ত জনতা দলের সাংসদ অনিলকুমার সহানির নামে জালিয়াতির অভিযোগ আনল সিবিআই। শুক্রবার রাজ্যসভার সচিবালয়ে, অনিলকুমারের মুজফ্ফরপুরের বাড়িতে এবং তাঁর নয়াদিল্লির অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই।

আসারাম ড্রাকুলা!
আসারাম বাপুর অভিযোগ, দেশের দু’টি হিন্দি চ্যানেলে তাঁকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন তিনি এক জন ড্রাকুলা। এবং তিনি শিশুদের রক্ত চুষে খান। আসারাম আদালতে আবেদন জানান যাতে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই আবেদন অবশ্য খারিজ হয়ে গিয়েছে।

শিক্ষকের কাণ্ড
স্কুলে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল রাষ্ট্রপতি পদকজয়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মালকানগিরির এক স্কুলের ঘটনা। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত প্রমোদকুমার শাইনকে। আরও অভিযোগ, তিনি ছাত্রীর বাবা-মাকে টাকা নিয়ে ব্যাপারটি চেপে যেতে বলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.