|
|
|
|
আজ ফের বিহারে মোদী, অশান্তির আশঙ্কা নীতীশের |
স্বপন সরকার • পটনা |
ছ’দিনের মাথায় ফের বিহারে গুজরাতের মুখ্যমন্ত্রী। নীতীশ কুমারের রক্তচাপ বাড়িয়ে আগামিকাল ফের বিহার চষে ফেলবেন নরেন্দ্র মোদী। গাঁধী ময়দানে বিস্ফোরণে নিহত ছয় বিজেপি সমর্থকের বাড়িতে যাবেন সহানুভূতি জানাতে। তাঁদের পরিবারের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য।
পটনার অদূরে গৌরীচক থেকে বাহার সফর শুরু করে মোদী হেলিকপ্টারে একে একে কৈমুর, গোপালগঞ্জ, সুপৌল, বেগুসরাই হয়ে যাবেন নীতীশের খাসতালুক নালন্দায়। মোদীর সফরের পরেই মৃতদের গ্রাম থেকে শুরু হবে বিজেপি-র ‘অস্থি-কলস যাত্রা’। গঙ্গায় অস্থি বিসর্জন দেওয়ার কর্মসূচি।
মোদীর সফর আর বিজেপি-র যাত্রা নিয়ে উদ্বিগ্ন বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশ বুঝে গিয়েছেন, লোকসভা ভোট পর্যন্ত তাঁকে শান্তিতে থাকতে দেবেন না মোদী। পাল্টা কৌশল হিসেবে তিনিও আক্রমণাত্মক হয়েছেন। অভিযোগ করেছেন, বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বিজেপি বা নরেন্দ্র মোদীর নাম না-করে বলেছেন, বিহারের মানুষ উন্নয়নের পথ ছেড়ে অশান্তির এই রাজনীতি পছন্দ করবেন না। নীতীশের কথায়, “গত কয়েক মাস ধরে দেখছি বিহারের পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে। এখানে উন্নয়নের বাতাবরণ আছে। মানুষ মিলেমিশে থাকেন। আমার বিশ্বাস তাঁরা অশান্তির রাজনীতিতে পা দেবেন না।”
তবে মোদীর প্রতি উষ্মা যতই থাক, তাঁর এ বারের সফর ঘিরে আর কোনও ঝুঁকি নিচ্ছেন না নীতীশ। গুজরাতের মুখ্যমন্ত্রীর ৯ ঘণ্টার সফরের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। তবে, মোদীর জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) বরাদ্দ করার প্রস্তাব তারা খারিজ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এসপিজি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী বা তাঁদের পরিবার এই নিরাপত্তা পেয়ে থাকেন। তবে মোদীর জেড-প্লাস নিরাপত্তা কী ভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে গুজরাত প্রশাসনের সঙ্গে কেন্দ্রের আলোচনা হয়েছে। মোদীর জন্য ডবল অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজঁ (ডিএএসএল) ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে।
সেই মতো দু’দিন আগেই বিহারে চলে এসেছে গুজরাত পুলিশের একটি দল। ২৭ অক্টোবর গুজরাতের মাত্র ২ জন ডিআইজি এসেছিলেন মোদীর নিরাপত্তার তদারকি করতে। এ বার ৮ জনের একটি দল বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তার দেখভাল করছে। তাঁদের মধ্যে রয়েছেন এক জন এডিজি, এক জন আইজি, ২ জন ডিআইজি এবং ৪ জন ডিএসপি। মোদী পটনা-সহ যে ছ’টি জেলায় যাবেন সেখানকার সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি-র সঙ্গে কথা বলে তাঁরা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন। |
পুরনো খবর: নীতীশের উপর চাপ বাড়াতে আবার বিহার যাচ্ছেন মোদী |
|
|
|
|
|