নজির গড়লেও সতর্ক বাজার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের নয়া উচ্চতায় সেনসেক্স। শুক্রবার আগের দিনের থেকে আরও ৩২.২৯ পয়েন্ট বেড়ে তার দৌড় থামে ২১,১৯৬.৮১ অঙ্কে। তবে মাত্র মাস দুয়েকের মধ্যে সূচকের ২১.৫% উত্থানে লগ্নিকারীদের অনেকেই কিছুটা সতর্ক হয়ে গিয়েছেন বলে জানিয়েছে বাজার সূত্র। কারণ বাজার কতদিন এই দৌড় ধরে রাখতে পারবে, তা নিয়ে আশঙ্কা রয়েছে তাঁদের। যেখানে সূচক উঠছে মাত্র হাতে গোনা কিছু শেয়ারের হাত ধরে। এই পরিস্থিতিতে এ দিন অর্থমন্ত্রী পি চিদম্বরমও লগ্নিকারীদের যথেষ্ট সতর্ক হয়ে পা ফেলার আর্জি জানান।
পুরনো খবর: ফের নজির গড়ল সেনসেক্স
|
ভারতে আই ফোন
নিজস্ব প্রতিবেদন |
শুক্রবারই আনুষ্ঠানিক ভাবে ভারতের বাজারে পা রাখল অ্যাপলের আই ফোন ৫এস এবং ৫সি। দাম শুরু ৪১,৯০০ টাকা থেকে। দু’বছরের চুক্তিতে সেগুলি কেনার সুযোগ দিচ্ছে রিলায়্যান্স কমিউনিকেশন্স। সংস্থার দাবি, ১৬ জিবির ৫সি মডেলের ফোনটি কিনতে মাসে দিতে হবে ২,৫৯৯ টাকা। আর ৫এসের জন্য মাসিক কিস্তি ২,৯৯৯ টাকা। দু’ক্ষেত্রেই প্রাথমিক ভাবে কোনও থোক টাকা জমা দিতে হবে না। ফোন দু’টি এনেছেন ভারতী এয়ারটেলও।
|
হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর নয়া এমডি |
পেট্রোকেমের নয়া এমডি হচ্ছেন ম্যাঙ্গালোর রিফাইনারিজ-এর অবসরপ্রাপ্ত কর্তা উত্তম কুমার বসু। তিনি বর্তমানে ওএনজিসি-র উপদেষ্টা। সেই দায়িত্ব ছেড়ে নতুন পদে যোগ দেবেন আগামী সপ্তাহের মাঝামাঝি। মাঝের সময়ে কাজ চালাবেন বর্তমান এমডি সুমন্ত্র চৌধুরিই। যদিও চুক্তি অনুযায়ী, তাঁর কাজের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার। পেট্রোরসায়ন শিল্পে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থাকার কারণেই উত্তমবাবুকে ওই পদে চাইছে রাজ্য।
|
বিদেশ যেতে সুপ্রিম কোর্টের অনুমতি পেলেন সহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়। সহারা ২০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিল জমা দেওয়া না পর্যন্ত তাঁর দেশ ছাড়তে না-পারার যে নির্দেশ এর আগে শীর্ষ আদালত দিয়েছিল, শুক্রবারের রায়ে তারও পরিবর্তন করেছে তারা। |